পিয়ালী বসু ঘোষের কবিতা
আজ ৩০ অক্টোবর কবি পিয়ালী বসু ঘোষের শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার কবিকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।
নৈঋতে মেহেদি রং দিন তুমি-বিহীন যন্ত্রণা, নীল সাবালিক দুপুর ক্লান্ত বালিশ | সকালের ওম শুকিয়ে নেয় বিগত রাত্রিঘাম, অনভ্যস্ত জমে যাওয়া রক্তের দাগ অভ্যাসে বিলীন | বাইফোকালে মিথ্যে প্রেম দৃশ্যের ওপারে দাঁড়িয়ে সাবধানী অনুঘটক, নো ম্যানস ল্যান্ড | যতিচিহ্নে ব্যতিক্রমী সেইসব অনুভূতির লেনদেন | ঝিনুকডোবা নদীর কাছে দুঃখটুকু জমা থাক পরিযায়ী পালকে মুছে যাক জলকমলের শোক আবারও ব্যর্থ মিথুন আব্রু খুঁজুক কোনো মগ্ন করবীর আর্ত বুকে……. সহ্যের ঘুঙুর পায়ে বেঁধেছে বেহুলা অপরাধের গায়ে ইতি লিখলেই খড়খড়ির এপারে রোদ নিভে যায় একা একা এক পিয়াসী দুপুর, এলোকেশ সন্ধ্যা, মধ্যরাতের ক্যানভাস সমর্পন জানে কতটা অভিমান জমলে, নৈঋতে মেহেদী রং ঢেলে দেয় মেঘ চাঁদ বণিকের গল্প আর আলাপনে জমে অতিনীল মনসার কোপ বৃহন্নলা স্মৃতি এখন কল্পলৌকিক গল্পগাথা |
ছাইজন্ম
১
সে সময়ে নদী ছিলো না
অমীমাংসিত খাত ছিলো শুধু
কথা ছিলো, একদিন ঘোর বর্ষায় সময়ের গর্ভে পিতার বীর্যপাত হলেই তুমি নদী হয়ে উঠবে
এখন নিজেকে ভীষণভাবে প্রতারিত বুঝে নীল আয়নাদের নদীতে ছুঁড়ে ফেলতে এসেই দেখি
একান্ত ব্যক্তিগত সেই প্রাচীন কথারা
টুকরো টুকরো হয়ে পড়ে আছে
মৃত্যুর মতন …….
২
মৃত্যু এসে কড়া নাড়ে বুঝি
দুপুরে ফিসফিস করে
রাতে আবদার করে ….
আমি শ্যাওলা ধরা কলঘরে পা টিপে হাঁটি
রান্নাঘরে ছুরি না, প্রাচীন বটিতেই চালকুমড়ো কাটি
ধর মুন্ড সহ গোটা মাছ দেখলেই
ছেলের মুখ ভাসে চোখে
আমি অ্যালপ্রাজোলাম সরিয়ে রাখি
নিজেকেই আড়াল করে বুকের ধুকপুক
নিঃশব্দে অতিক্রম করি তার ছায়া
কড়াদুটি লুকিয়ে রাখি প্রতিরোধে
দরজাকে করে রাখি ঘরমুখী
তবু কে যেন ফিসফিস করে রাতে
আবদার করে দুপুরে
৩
ছাই আর জীবনের দূরত্ব মিনিট পঁয়তাল্লিশ
ছোঁয়া যায় না তবু কোলঘেঁসে দাঁড়িয়ে
একটা করে ভুল ভাঙি আর এক-পা দু-পা এগোই
নিস্ক্রিয় স্বর ভাঙে,শরীরে জাগে সন্ন্যাস
সত্যের খুব কাছে দাঁড়িয়ে বুঝি
আকাশেরও মৃত্যু আছে..জরা আছে
মহার্ঘ্য যৌবন শেষে একজীবন মাধুকরীই আছে সম্বল
৪
তুমি আমার দিকে এগিয়ে এলে
নাকি আমি হেঁটে গেলাম ক্রমশ
মাঝরাতের এ প্রশ্নে কোনও রাজনীতি নেই
চুড়ান্ত সন্ন্যাস চিরদিনই অরাজনৈতিক
আসলে মৃত্যু এক বৈভব
জীবন বাঁচিয়ে আমরা শূন্যে হাঁটা শিখেছি যারা
তাদের জীবনে সব মৃত্যুই জন্ম হয়ে যায়
৫
ছাইজন্ম, আগুন ভালোবেসেছিলে
তাই নির্ভীক সন্ধেতে উড়িয়েছো মুঠো মুঠো ফুলকি
আলোরেখা ধরে কুশলী হেঁটেছো
পথ ও অনুপথকেই করেছো ম্যাজিক মোমেন্ট
জানি সময়ের আস্তিনে সেটুকুও নিভে গেলে
ফুল রেখে যাবে মৃত সভ্যতার পাশে
নামহীন সম্পর্কের ফলকের গায়ে যেমন লিখে রেখেছো ‘রেস্ট ইন পিস’
