| 20 এপ্রিল 2024
Categories
এই দিনে কবিতা সাহিত্য

কবিতাগুচ্ছ

আনুমানিক পঠনকাল: 3 মিনিট

আজ ১ জুলাই কবি, সম্পাদক আকাশ গঙ্গোপাধ্যায়ের জন্মতিথি। ইরাবতী পরিবার কবিকে জানায় শুভেচ্ছা ও শুভকামনা।

ইরাবতীর পাঠকদের জন্য এই শুভদিনে কবি আকাশ গঙ্গোপাধ্যায়ের কিছু কবিতা রইলো।


অপকেন্দ্রিক

যে মেয়েটি কেবল মুখ দেখে নুনের কৌটো এগিয়ে দিতে পারে খাবার টেবিলে, তাকে বেশ কাছ থেকে দেখেছি আমি।

তার সুখ-দুঃখ-ক্ষোভ-বিরক্তি সবকিছুই। না-পাওয়ার সংসারে অভাবের সদব্যবহার জানে সে মেয়েটি। কেমনরকম ভালো লেগে যায় তাই। ও গান ভালোবাসে, আমি ভালবাসি নিজেকে, মাঝে মধ্যে দামি সাবান কিনি, নতুন জামা, আর কেউ ভালো গান পাঠালে এগিয়ে দিই ওর দিকে। বদলে ও নুনের কৌটো এগিয়ে দেয়, বিষম খেলে ছিপি খুলে দেয় বোতলের…

 

 

 

দাদুর কাঠের আলমারির লকারের দিকে আঙুল তুলে জিজ্ঞাসা করলেই মা বলত ওখানে ঝগড়াঝাটি থাকে বড়দের। এরপর অনেকবার সেই চাবির খোপে চোখ দিয়ে দেখেছি কিছুই দেখা যায় না অন্ধকার ছাড়া। আমি জানতাম ঝগড়াঝাটি মায়ের কান্না আর বাবার সান্ত্বনার মতো দেখতে, তবু ইচ্ছা করত চোখে দেখি একবার। দরজার পিছনে মোজার ব্যাগে থাকত সে চাবি, যেমন থাকে আর পাঁচটা মধ্যবিত্ত ঘরে, ছোটোদের নাগালের চেয়ে একটু উঁচুতে।

মা ভাবেনি একদিন হাতে পেয়ে যাব ব্যাগ, খুলে ফেলব লকার। তারপর বড়দের ঝগড়ায় আর কোনোদিন আটকে রাখা যাবে না ঘরে। চোখে এক বিপুল জিজ্ঞাসা নিয়ে সে এসে দাঁড়িয়েছে দরজায়…

লকার জুড়ে শুধুই অন্ধকার, কোনো এক কিশোরীর গানের খাতা ঘুমিয়ে রয়েছে এককোণে।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

রোদ শুকাচ্ছে না
একমাত্র নিখোঁজ হলেই নাম বেরোবে কাগজে। ভাবার পর টিফিনবক্সে হাত বাড়িয়ে আমি রুটির দিক নিলাম যেহেতু তোমার টিফিন। তুমিও তাই তরকারির দিকই নিলে সেভাবে। দেখা হওয়ার মাঝে অনেক দেওয়াল আমাদের, অনেক গঙ্গাকল; দুহাত বাড়িয়ে তাতে তেল ধুয়ে নিই আর ভেবে দেখলে এ জলও একদিন সমুদ্রে পৌঁছবে ঠিক। শুধু তুমি ছুটি পেলেও বাড়িতে বলা চাপ, আমি বাড়িতে বললেও টাকা জমছে না তাই সমুদ্র আমাদের স্বপ্ন দেখাবে আরও কিছুদিন; আরও কিছুদিন লেখা বন্ধ থাকবে এমাসে…
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
কার্শফের সূত্র
এখানে প্রচুর জট। আমাকে ঠেলে নাও, ও মৃত্যু, তোমার কবলে। একটা গতানুগতিক উড়ে যাওয়া থেকে প্রচন্ড হর্ণের শব্দ ফাটিয়ে দিচ্ছে পর্দা। কিছু দোকান আজও ঝাঁপ তুলছে না। বৃষ্টি হলে আমরা সেখানে ঢুকে যাব। এ প্রত্যাশা থেকে খুব কিছু জীবন রাখি না আর। যতক্ষণ না রাস্তায় জল দাঁড়াচ্ছে আমি স্বাধীন; যেদিন রাস্তায় জল দাঁড়াচ্ছে, ম্যানহোল খুঁজতে বেরিয়ে পড়ছি সকাল সকাল। 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

থলি ছিল
দিনের তেষ্টা বুকে নিয়ে পেরিয়ে আসছি লেবুতলা। এক একটা বারান্দা তাকিয়ে রয়েছে মা বাবার বেড়িয়ে পড়ার দিকে। দুপুর তোমার বোতল উলটানো হাওয়ার আরেক নাম। সকালের মরা পায়রার ঘিলু খুবলে খাচ্ছে কাকের দল। এবং একঝলক সরে বসলে, আমি দেখতে পেলাম জানলা; একটা খালি বারান্দা থেকে এক ফাঁকা থলি গলায় দড়ি দিয়েছে একটু আগে।

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

ফ্লেমিং-এর ডানহাত

এক লাইন হেঁটে যাওয়ার মধ্যে বুড়ো আঙুলের অভিমুখে উড়ে গেল আপনার মাছরাঙা। আপনি সমকোণে অনামিকা বরাবর সাঁতার কাটলেন। মধ্যমা বরাবর তৈরি হলো চৌম্বকক্ষেত্র। এরপর ডাঙায় উঠে সমস্ত নুন সমুদ্রে ফেলে দিলেন। দরজার কাছে এগিয়ে এলেন ডাক্তারবাবু। উনি চিন্তিত। হাঁটবার ওষুধ দিলে আপনি সাঁতার কেটে বসছেন, সাঁতরাবার ওষুধ দিলে উড়ে যাচ্ছে মাছরাঙা।

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত