| 19 মার্চ 2024
Categories
এই দিনে সাহিত্য

তিনটি কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

আজ ২৫ জুন কবি, চিত্রশিল্পী অরিজিৎ বাগচীর শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও শুভকামনা।


 

রেনকোট

রেনকোট ছেড়ে এগিয়ে এসেছি পথে
বৃষ্টি ভিজতে আমিও তো ভালবাসি
অ্যাকোরিয়ামেও ডুবিয়েছি গ্রহ তারা
স্বপ্ন না দেখে একলাটি পথ হাটি

মরে গিয়ে দেখি ডুবে ভেসে আছে জলে
শোকে ভেঙে পড়া দু’একটা ল্যাম্পপোস্ট
প্রতি প্রত্যয়ে পার করে গলিঘুঁজি
কারশেড চিরে রাস্তায় দেখা হোক

 

 

স্রোত

সময় রুক্ষ হলেই,
নিঃশব্দে ঈশ্বরের চরণে রেখে যাব
ভালবাসার নীরব আলিঙ্গন ।
দেশ ও মৃত্যু ভয় পেরিয়ে
দুঃখের বাগানে ছড়িয়ে দেব প্রণাম মুদ্রা
খিদে আর পেটের মাঝে
আর কোনো রাজনীতি নয় ,
আর কোনো হাহাকার নয়
সেখানে আয়ু পাক উনুনের আঁচ
জ্যোৎস্নার মতো ছড়িয়ে যাক ধানের গন্ধ ,
মানুষের পাশে বন্ধুত্বের ওম ছুঁয়ে
শহরের প্রতিটা উদার হাতে জন্ম নিক
এক একটা আস্ত পূর্ণিমার চাঁদ।

 

 

 

দাগি

শীতের নক্ষত্র নিভে গেলে দেখতে পাই
দুয়ারের শেষে পড়ে আছে চাপ চাপ লাজরক্ত,
পলাশের বন যে দিকে ঘেঁষে গেছে তার গায়ে জেগে থাকে অন্ধকার-
শোনা যাচ্ছে কাকেদের ডিমভাঙার শব্দ।

নতুনের কোনো গন্ধ নেই ওমে
শেষ হওয়া বোতল আর রাতের স্বপ্ন
পাশাপাশি শুয়ে আছে একখাটে ।

সামনের যে মাঠে সোনার ফসল ফলত
এখন সেখানে পার্টির পতাকা পোঁতা
আগাছা জন্মাচ্ছে রাত হলেই।
তার পাশেই বিপ্লবের রঙমাখানো কাটা মাথা নিয়ে উল্লাসে মেতেছে সারমেয় ও পশুপিন্ডের দল,

দূরের আকাশে হাজারটা হোর্ডিং ঝুলছে
তাতে লেখা আছে ফাগুনের আগমনী বিজ্ঞাপন।

এ বসন্তে কোনো রঙ নয় ,
আমি শুধু দাগ দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত।।

 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত