| 29 মার্চ 2024
Categories
এই দিনে কবিতা সাহিত্য

অমিতাভ মৈত্রের কবিতা

আনুমানিক পঠনকাল: 4 মিনিট

আজ ০১ সেপ্টেম্বর কবি অমিতাভ মৈত্রের শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।


 

 

সতর্কীকরণ

যদি বাতাসকে জব্দ করে খড়কুটো জুটিয়ে দেওয়াল তৈরি করতে পারো
তোমার জায়গা তাহলে এখানেই।

আর নিষিদ্ধ পাখিদের লুকতে যদি কপাল অবধি টুপি নামিয়ে হাঁটো
এখানে থাকা কঠিন হবে তোমার।

বুনো কুকুরদের নিয়ে তোমার অনুভূতি তুমি একশোবার না বলতে পারো.

মনে রেখো একজন এ্যাম্বুলেন্স চালক কিন্তু
সবার আগে সবকিছু জেনে যায়।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

নিয়তি

কফির নীচে যেকোনো জমে থাকা দুধকে
ব্যতিক্রমী আর মহান মনে হয়।

বারো বছর পর এই একই নীল জামা হয়তো চিনতে পারবে না আমাকে।

ভাল ওভারকোট ছাড়া এখানে কোনোভাবেই যে
শীত আসবে না তা পাগলও জানে।

নিজের নিয়তি পড়তে পড়তে হেসে উঠি
আগামী জন্মে আমার জুতোর মাপ বিয়াল্লিশ হতে যাচ্ছে।

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

বিচার-১

যেখানে সে সবথেকে কম প্রত্যাশিত সেখানেই বার বার সে
ভেড়ার বাচ্চা নিয়ে অপ্রস্তুতভাবে সামনে আসে

আর সন্তু ভিটাসের নাচের অসুখ গলায় নিয়ে
কঠিনতম শব্দটি বলার আগে
তার প্রথম ছদ্মবেশকেই বেছে নেয় আবার

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

বিচার-২
আঙ্গুল তুলে আমাদের বহিস্কার করা হয়েছিল
শরীরের মহৎ আর অনিঃশেষ স্মৃতি থেকে।

মাটির কাছেও নির্দেশ পৌঁছেছিল
যেন আমাদের উগরে দেয়, বমি করে দেয়।

প্রাথমিক ধাক্কায় হয়তো কেঁদে উঠেছিলাম আমরা।

কিন্তু তারপরই
হাঁসের পিঠ থেকে জল গড়িয়ে পড়ার মতো নিঃশব্দ আনন্দে
খচ্চরের তলপেটে গোড়ালির ধাক্কা দিয়ে
আমরা বেড়িয়ে পড়েছিলাম।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

সন্ধ্যে ছটার পর

সারাদিন ঠাই একই জায়গায় দাঁড়িয়ে আছে সূর্য
ব্যয়ামের যন্ত্রপাতির দিকে তাকিয়ে

দেখছে, তাজা স্ট্রবেরিগুলো কীভাবে নিজেদের
পুরোপুরি ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

শৃগালের শেষ প্রহর

জলের ধার থেকে যখন উদ্ধার করি তাকে
তখনো সে একই রকম নিষিদ্ধ ও ডুবুরির পোশাকের মতো চমৎকার।

এক ফুটপাত দূরে কোনো কাচের মূর্তি
তখন ধীর গতিতে ভেঙে পড়া শুরু করেছে

হাসতে হাসতে বলছিল, লজ্জায় তার মাথা কাটা যাবে না। কোনোদিনই
কেননা দুশো মাইলের মধ্যে কোনো গিলোটিন নেই।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

নির্ভরতা

রাত্রির বিরুদ্ধে আবার

জেগে ওঠে সাদা একটা প্যারামবুলেটার

আর সমান্তরাল দুটো

ছায়া

রাগে অপমানে নিচু গলায়

অভিশাপ দিতে দিতে

তোমার দুটো পা হয়ে যায়

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

অপরসায়ন আর আমি

দ্বাদশ শতাব্দীতেই সাহসী

হয়ে উঠেছিলাম আমি

আর কাঁধ ঝাঁকিয়ে

বলেছিলাম

অপরসায়ণের সাথে

আমার সম্পর্ক

একই গুহার দুটো

ভালুকের মতো

অজুহাত ছাড়াই যারা পাপ

করে নিজেদের নিয়ে

আর একটা হুইস্ট খেলার

টেবিল রোজ রাতে সেই

পাপ

মুখ কালো করে নিয়ে যায়

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

ছবি অথবা চিঠি

জন্মের মুহূর্তেই অনন্ত

কোনো ছবির এক কোণে

অন্তর্ভুক্ত হয়ে যাও তুমি

আর একজন অন্ধকে

পাথর ছুঁড়ে হত্যা করে

তুমি সম্পূর্ণ করো

সেই ছবি আর নিজেকে

যাতে মৃত্যুর আগে

অর্ধদেবতার মত কেউ

তেলের বাতি ঘেঁষে

একদিন

       নিঃসাড় একটা

চিঠি দিয়ে যায় তোমাকে

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

পরমতা

সবার চেয়ে বড়ো কোনো ভয় যাকে চালায়

যার হাত পড়ে আছে এমন এক প্রান্তে যেখানে কারো পা পড়েনা

ডুবে মরে যাওয়া থেকে তাকে রক্ষা করে যে গাছ

আর সৌজন্য দেখিয়ে গলায় দড়ি বেঁধে ঝুলতে দেয়

সেই পরম বিস্ময়কে উপহার দেবে বলেই সে

          লাল এই সার্ট আর দু’মিটার সিরিঞ্জ নিয়ে যাচ্ছে সাথে

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

দিকভ্রান্তি

লোহার ব্রিজ পর্যন্ত তোমার নাম আমি জানতাম

কিন্তু ব্রিজ থেকে নেমে ভুলে যাই

উর্দি দেখে মনে হয় মশাল নেভানোর কাজ করো

কিন্তু মশাল কারা জ্বালায় তুমি জানোনা

রাস্তায় দু’পাশের ঘাস বড়ো আর ঘন হয়ে উঠছে

একটু পরেই তুমি হারিয়ে যাবে হয়তো

এতো ভালভাবে চিনি এই দরজা যে অনেকদূর পর্যন্ত আমি

বর্জন করতে পারি তোমাকে

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

রহস্য

কীভাবে এই বর্ষাতি তৈরি হয় জানলে তুমি অবাক হয়ে যাবে হেনরি

কালো একটা স্নাব-নোজ রিভলবার

চারদিন হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে তোমাকে

একশো সাঁইত্রিশ জন হেনরি, প্রত্যেকের বর্ষাতি তোমার মতো

এদের মধ্যে তোমাকেই হয়তো আজ নায়কের সম্মান দেওয়া হচ্ছে

যখন একজন হেনরির কোমরে গুলি লাগছে

আর বলরুমে গড়িয়ে পড়ছে আরেকজন

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

শোক

দশ কিলোমিটার পর্যন্ত আশা করার কিছু নেই

আমার কুকুর তবু আমার জন্য কাঁদছে

আলোয় ঝকঝক করছে সাদা হলঘর

কাচের জানলা ভর্ৎসনা করছে কাউকে

কে যেন শাস্তি পাচ্ছে শরীরভর্তি ঘায়ে

বোকার মতো মলম লাগানোর জন্য

দশ কিলোমিটার পর্যন্ত আশা করার কিছু নেই

আমার কুকুর শুধু আমার জন্য কাঁদছে

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

স্পষ্টতা

যে অজুহাত এই আগুনের মধ্যে খুঁজে বেড়ায় হেনরি তা আর নেই

তবু মাঝেমাঝেই শব্দ করে ধাক্কা দেয় দরজায়

যেন এভাবেই সে সান্ধ্য আইন ভাঙছে

তার অস্তিত্বের আধখানাই প্যারাফিন,

বাকি অর্ধেক কী সে জানেনা

শুধু পশম কাটার সময় তার শিহরণ মাঝেমাঝেই স্পষ্ট হয়ে যায়

আর খিদে স্পষ্ট হয়ে যায়

যখন সাদা ফ্রিজ সে চেপে ধরে পেটের ওপর

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত