| 29 মার্চ 2024
Categories
কবিতা সাহিত্য

চারটি কবিতা

আনুমানিক পঠনকাল: 2 মিনিট
কুশীলব
 
 
তোমারই সাজঘর আর মঞ্চের মধ্যিখানে আমি
রঙ মেখে ঘুমের ঘোরে হাঁটছি
 
আমি কত পালটে যাচ্ছি সে তোমার মায়া
আমি যে একই আছি সে তোমার মায়া
 
যখন হৃদয় কাঁপছে
করোটির মধ্যে কাঁপছে তোমার
কান্না হাসি আর কায়া
 
তোমার স্তন আমাকে দাও
নিঃশব্দে নেব
বুকে বসিয়ে নেব
 
সে তোমার অলজ্জিত ছায়া
 
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
 
কর্ম ও কর্মী
 
অনেক অনেক কাজ করার পর ১ জন নিজের কথা বলছেন
 
বলছেন সময়ের দীর্ঘতার কথা
অবসন্নতার কথা
 
বলছেন অবসন্নতা সত্য নয়
সত্যের উপরে বেশি চাপ দিলে তাকে মিথ্যার মতো দেখায়
 
বই থেকে মলাট ছিঁড়ে খেলছে তাঁর শিশু
 
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
 
 
 
যুদ্ধকাহিনি
 
 
 
বাড়ি রঙ করা আর প্রথম বিশ্বযুদ্ধ শেষ অবধি একইরকম সিরিয়াস ব্যাপার
 
এমন ১ ভোরবেলা যেখানে কোনো পাখির ডাক নেই
মানুষ সেখানে কান পেতে আছে মানুষের গান শুনবে বলে
 
সেই ভোরের কিনারায় বসে আছি আমি
তুমি আমি
আমরা
কুয়াশা আর রোদ্দুরের খেলায়
 
ভাল একটা আবহাওয়ায় ২ জন মানুষ যত ভাল থাকতে পারে
খারাপ আবহাওয়াতে তার চেয়ে তারা খুব খারাপ থাকে না
 
এই কবিতায় আমি এইজন্যই ৪ বার মানুষ শব্দটা লিখলাম
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
 
 
প্রাক্তন
 
নিজস্ব রোদে ১ প্রাক্তন রমণী
বঁড়শির সুতো টেনে টেনে
সূর্যের পরিচয় মাপছেন
 
যেন আমি
 
মাপ চাইছি আমারই
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

One thought on “চারটি কবিতা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত