| 19 এপ্রিল 2024
Categories
ভাসাবো দোঁহারে

ভাসাবো দোঁহারে: ভালবাসার কবিতা । কচি রেজা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
আমি কেন তোর প্রথম নেশা নই
 
আমি কেন তোর প্রথম নেশা নই
কেন আব হাওয়া সংবাদের মত ঘোষণা দিসনি বেতারে
আমি কেন তোর সাহসী শপথ নই
সব গল্প আজ কেন দীর্ঘশ্বাস ফেলে
দীর্ঘশ্বাসের উদ্ভব কি শিল্প বিপ্লবের বিচ্যুতি
সাম্যের অবস্থানে ফ্যাক্টরি প্রথা
আমার সংগা আমি মানুষ, কলা ও বিজ্ঞানের ছাত্রী
শ্বেতাংগিনী নই তবু সত্যটা এই
এতদিন সযত্নে তোর মন ভুলিয়েছি
এখন ইচ্ছে হলে কুমারী থাকব।
 
 
 
 
 
 
 
এসো নাবিক
 
এসো নাবিক ওই গৃহের ছায়ায় বসি
এই জ্বলন্ত তৃষ্ণা,পলেস্তারা মুছে ক্যানভাস
প্রস্তুত করি
একটি শষ্য ক্ষেত্র, দক্ষিণ মুখি ঘর, জানালা ছাপানো
আপেলের ঘ্রাণ
একদিন নীল বর্ণের হবে আমাদের গাছ, আমাদের গৃহ।
 
 
 
 
 
 
ঘুম
 
যেন কিছু পুরানো পালক
আমাদের পাখিগুলি ঘরহারা জলছাড়া চোখ
সীমান্ত শহর থেকে ঠোঁটে
কিছু কুয়াশার ধূলো
নিয়ে এসে বললে, এই যে এনেছি ঘুম
 
 
 
 
 
হাড়ে গোড়ে মিশে
 
আমাদের কথাদের হাড়গোড় দিয়ে খেলতে দিয়েছি
বহুদিন আগে মরে গেছি, মাংস নেই দেহে
তোমার মাংসটি ছিল, আমার দেহও মাংসলো
এখন কথারা বেঁচে আছে কথারা নিজেরা খেলে।
আমরা খেলেছি কথা নিয়ে গান নিয়ে অভিমান নিয়ে
এখন মরে গিয়ে শাদা হাড় হয়ে আছি একত্রে
আমাদের ঠোঁটে আজ কুচি কুচি বরফের ফেনা
ব্যথা নেই, হাড়ে গোড়ে মিশে থাকি জেগে থাকি।
 
মৃত ঠোঁট জানবেনা কোনোদিন জানবেনা
এই বারুদ চোখের জল।
ঘুমেরা গড়িয়ে যায়
ঘুমের পাহাড় একা একা
একবার আমারে
তাহারেও শুধু দেখে একবার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত