প্রেমপদ্য
তুমি বৃক্ষের কাছে বৃষ্টি হয়ে,
ঝড় হয়ে,
অনার্য অন্ধকারে
বন্ধু হয়ো…
তুমি ফুলের সাথে কাঁটা হয়ে,
পাতা হয়ে,
অনাথ আলোয়,
কথা কয়ো…
তুমি নদীর তীরে নীড় হয়ে,
পাখি হয়ে,
নরম দুপুরে
দাঁড়িয়ে থেকো…
তবেই কিনা খুঁজে পাবে
সোনালী সম্পর্কের চতুর্ভুজ, পাবে,
এক পাতার প্রেম পদ্য…!
