Reading Time: < 1 minute
আমরা নিজেদের অফিসে নিয়মিত অগ্নিনির্বাপণ/জরুরী অবতরণ মহড়ার আয়োজনে সচেতন হই। প্রয়োজনে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং ভবন মালিককে চাপ দিই।
আমার প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ সামগ্রী আছে কিনা, থাকলে তা ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করি। না থাকলে তা সংস্থাপনের জন্য প্রতিষ্ঠানকে বলি, প্রয়োজনে চাপ প্রয়োগ করি।
আসুন দেখি আমার অফিস ভবনে জরুরী অবতরণ ব্যবস্থা বা ফায়ার এক্সিট আছে কিনা। না থাকলে প্রতিষ্ঠানের সাধ্যমে ভবনের মালিককে ফায়ার এক্সিট নির্মাণের জন্য বলি। ফায়ার এক্সিট নির্মাণের জন্য পর্যাপ্ত জায়গা না থাকলেও এমনভাবে চাপ প্রয়োগ করি যেন ভবন মালিক পাশের ভবনের সাথে যৌথভাবে হলেও ফায়ার এক্সিট নির্মাণ করতে বাধ্য হয়।
আসুন দেখার চেষ্টা করি আমার কর্মক্ষেত্রের বৈদ্যুতিক ব্যবস্থা ঠিক আছে কিনা। কোনো সুইচ, বোর্ড বা ডিভাইস অস্বাভাবিক মনে হলে তা ব্যবহারে সাবধান হই।
আমরা যে যে ধরনের যন্ত্রপাতি বা ভিভাইস ব্যাবহার করছি তার সম্পর্কে পুরোপুরি জানা উচিৎ এবং তা ঝুকি পরিহার করেই ব্যবহার করতে হবে।
কর্মক্ষেত্রকে যদি খুব ঝুঁকিপূর্ণ মনে হয় মুখ খুলে কথা বলুন। প্রয়োজনে সহকর্মীদের সাথে নিয়ে প্রতিবাদ করুন।
আসুন জীবন বাঁচাতে একটু বাঁকা হই!
Related