Categories
ইরাবতী উৎসব সংখ্যা কবিতা: শাড়ি, ন্যাপথলিন ও অন্যান্য
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট ![অদিতি বসু রায়]()
বন্ধ আলমারির ভেতর রাশি রাশি শাড়ি-
দেমাকি বেনারসি, গাম্ভীর তসরের পাশে
বাংলা আকাডেমী যাওয়া জামদানি–
আমার দিকে আর ফিরেও তাকায় না।
সুতীর শাড়িগুলো কবিতা লেখা মেয়ে– তারা নদী, মেঘ নিয়ে
কী যে সব কথা বলে যায় অনর্গল–
পাত্তা না পেয়ে সরে যাই সিল্কগুলোর দিকে।
সেগুলো মায়ের দেওয়া। -তাতে হলুদ, দুধের গন্ধ!
জন্মদিনের পায়েসের দাগ অমলিন এখনও–
চা করতে করতে, ভাত ফোটাতে ফোটাতে আমার স্নানহীন মুখ দেখে
শাড়িরা হাসাহাসি করে।
আমি আর একটু সরে যেতে গিয়ে দেখি – সামনে খাদ, দুপাশে অন্ধকার
![অদিতি বসু রায়](https://irabotee.com/wp-content/uploads/2019/10/FB_IMG_1569744435004-150x150.jpg)
কবি, চলচ্চিত্র সমালোচক