| 19 এপ্রিল 2024
Categories
উৎসব সংখ্যা’২০২১

ইরাবতী উৎসব সংখ্যা: দুটি কবিতা । অর্পিতা নন্দ

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
রণকৌশল
 
মিনিয়েচার পেইন্টের জন্য
একটা ছোট্ট চেতনার হার্ট-লাইনের ছোঁয়া।
চেনা পোশাকে লেপ্টে থাকা
অজস্র টুকরো।
অনাবৃত স্তন,কামার্ত ঠোঁট, রক্তাক্ত শরীর…
এক প্রেরণার নারীদেহের স্বর্গীয় আবেশ।
দেবী অ্যাথিনা বললেন–
জুড়ে দাও আমার পাজেলের উত্তর।
নিমেষেই গ্রীক বদলে গেলো রোমে।
মিনার্ভা বললেন–
তোমার রণকৌশলে
বারবার জন্ম নেবে কর্ণ।
মেডুসা হয়ে উঠবে দানবী।
আফ্রোদিতি জেগে থাকবে
অনন্তকাল পার্থেননের প্রহরী হয়ে।
ইউফ্রানো গড়ে তুলবে তোমার আদলে
এক অনিন্দ্য সুন্দর সুন্দরী দশভূজা মূর্তি।
যে মূর্তি দমকা হাওয়ায়
বিশ্বাসের বারুদে বন্দী,
বেআব্রু সমাজটাকে কাফনে ঢাকবে বলে।
 
 
নিভৃতবাস
 
বিষবাষ্পে বদলে যাওয়া স্মৃতিপিছল সুখে,
শব্দহীন পেরিয়ে যাবো শহরতলীর বুকে।
শ্যাওলাধরা আদিম গুহায় লতিয়ে ওঠা দিন,
বুদ্ধ আজও ঘুমিয়ে আছে ছুটছে আলাদিন।
অভিসারে যাচ্ছে কান্হা মণিবন্ধে ফাগ…
রাইকিশোরী মাখছে বৃথা আহ্লাদী সোহাগ।
রাত্রি বড় উন্নাসিক হয়নি চক্ষুদান,
উজ্জীবিত নাভিশীর্ষে বিনিসুতোর টান।
আস্তাবলে প্রথম ব্যথায় তাই তো কাঁদে নারী।
আঁধার রাতে লজ্জা ঢাকে সু’সভ্যতার ইভ,
চতুর্দিকে মানুষখেকো লকলকে সব জিভ।
নির্বাসনের নিভৃতবাস জীবন বরাভয়,
আগোচরে একলা একা বাঁচার অভিনয়।
 
 
 
 
 
সংক্ষিপ্ত জীবনপঞ্জি:-
অর্পিতা নন্দ
পিতা:-রমাপতি নন্দ
মাতা:-অশোকা নন্দ
জন্ম:-১৯৮৯
ছোটবেলা নর্থবেঙ্গলে কেটেছে, বাকিটা হাওড়ার বড়গাছিয়ায়।
শিক্ষাগত যোগ্যতা:-এম.এ বাংলা(কলকাতা বিশ্ববিদ্যালয়),বি.এড।
পেশা:-বাচিক ও গৃহশিক্ষকতা।
বর্তমানে শাসক দলের বিজয়ী সদস্য।
সাধারণ মানুষ আর সমাজের উন্নয়নের জন্য রাজনীতির সাথে নিবিড় সম্পৃক্ত।আবসর যাপন ছবি আঁকার মধ্যে দিয়ে।কবিতা জীবনের প্রথম ও শেষ প্রেম।জীবনের চরম অন্ধকার সময়ে কবিতাই আলো জ্বেলেছে বারবার।বাচিক শিল্পী হিসাবেই গ্রহণযোগ্যতা বেশি।বিভিন্ন টি.ভি চ্যানেলের অনুষ্ঠান, সংবাদ মাধ্যম,এফ.এম ও চলচিত্রে ভয়েজ ওভারের করেছেন বেশ কয়েকটি।জি বাংলা, চ্যানেল ভিশন ও বহু বাচিক অনুষ্ঠানে বহুবার সম্মানিত হয়েছেন।দেশ,নান্দিক,বর্ণিক,মুক্তি,ক্যানভাস,শারদ বার্তা,উদ্দীপন,ভোরের শিউলি প্রভৃতি একাধিক পত্রিকায় বিভিন্ন সময়ে কবিতা প্রকাশিত হয়েছে।বর্তমানে ভারত-বাংলা মৈত্রী পরিষদের হাওড়া জেলার সাংস্কৃতিক সম্পাদিকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত