Categories
উৎসব সংখ্যা কবিতা: পাড় ভাঙা সনেট । বেবী সাউ
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
যে আমায় ডাকে, আমি তার কাছে যাই, অপবাদ।
এত অপমান প্রিয় হয়ে গেছি, মুখের উপর
বন্ধ করে দিল প্রিয়া, আমার স্বভাবজাত ঘর।
আমারই প্রেমিকা, তার প্রেমিক ডেকেছে এই ফাঁদে।
তুমি কি বাস্তুর ঘুঘু? এই প্রেম কেড়ে নিলে কেন?
জান্তব রাতের শব্দ শুনি দরজা বন্ধ করে আছে।
আমরা তো ফুলের বন্ধু, ছোট ছোট মুহূর্তের কাছে।
ঘূর্ণিঝড় এসে পড়ে আচমকাই মধ্যরাতে যেন।
আমার প্রেমিকা জানে পাখিরাও উড়ে চলে যায়।
শিশির শুকিয়ে যায় রোদ উঠলে, এতই সহজ।
এতই নরম সন্ধি, ছিঁড়ে যায়, বাঁধা পড়ে রোজ-
তবুও আড়াল তার নিজের কাহিনি লেখে প্রায়।
একটি প্রেমের কথা শুধু তবে একটি কবিতা?
সামান্য হাওয়ার স্পর্শ উড়িয়েছে বটগাছের পাতা।
কবি ও প্রাবন্ধিক। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গে। মূলত কবিতা ও প্রবন্ধ লেখেন। প্রকাশিত কাব্যগ্রন্থ ‘বনঘাঘরা‘, ‘ইউথেনেশিয়া‘, ‘গান লেখে লালনদুহিতা‘, ‘ছয় মহলা বাড়ি‘, ‘একান্ন শরীরে ভাঙো‘। এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম সীমান্ত অঞ্চলের এক লুপ্তপ্রায় লোকসঙ্গীত নিয়ে প্রকাশিত হয়েছে তাঁর গবেষণা গ্রন্থ- ‘কাঁদনাগীত: সংগ্রহ ও ইতিবৃত্ত‘।