| 29 মার্চ 2024
Categories
উৎসব সংখ্যা’২০২১

ইরাবতী উৎসব সংখ্যা কবিতা: সেলাইব্যথা । শীর্ষা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
 
আমাদের ছুঁচ-সুতোমার্কা শৈল্পিক সম্পর্ক –
তুমি কাঁথায় ফুটিয়ে তোলো এক অবিনাশ
গোলাপের লাল! এদিকে আমার হৃৎপিণ্ড
বিদ্ধ হবার ব্যথায় চঞ্চল পাখিটি –
তুমি যার ডাক শুনতেও পাও না
 
তোমার কাঁথাশিল্পের ব্যবসায়ী হওয়ার চেষ্টায়
আমি মেঘ এঁকে রাখি। নিজস্ব
ঘরটুকু ভেঙে ফেলে কল্পনারঙের ঘর-ফুল-গাছ কিংবা
বাউলের মুখখানা দিয়ে তুমি ঈর্ষার চাদর গিফট করো আমাকে –
আমি শুধু ভাবি কতখানি বিপুল ধস নেমে এলে তুমি
কাঁথার সূচীশিল্প ছেড়ে আমাকে শিল্প জ্ঞান করবে।
তোমার দন্তমুখী সুচ দিয়ে
 
তোমার আঁকার খাতায় শুধুই পাহাড়ের বাস –
পাহাড়ের ওপাশে নদী, তিরতিরে জল। আমি
স্বপ্ন দেখি পাহাড় পার হবার সাফল্য দিয়ে
একদিন ওই নদীতে মাছ ধরছি। অথচ আমার ইন্দ্রিয়কে
কী ভীষণ বুড়ো আঙুল দেখায় তোমার
তুলির নরম ঠোঁট! দেখি –
পাহাড় চড়ার জন্য কোন ইচ্ছাকৃত মই
তুমি আঁকার খাতায় রাখোনি
 
তোমার চোখদুটিতে এক সুবিশাল
শান্ত দীঘির ঘুম – শাপলার আদর ছিঁড়ে উঁকি দেয়
প্রিয় রুইমাছের আদিম পুষ্টি! ভাতের থালাকে সমৃদ্ধ করব
ভেবে আমি পৃথিবীর সমস্ত পাহাড় বিক্রি করে
ছিপ কিনে ফেলি। এদিকে তোমার বুকের
পাহাড়ি সৌন্দর্য আমার হাত পা বেঁধে রাখে –
অকারণ প্রাণের বিনাশ ঠেকাবে বলে।
 

One thought on “ইরাবতী উৎসব সংখ্যা কবিতা: সেলাইব্যথা । শীর্ষা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত