ইরাবতী উৎসব সংখ্যা: ফেরদৌস নাহারের দশটি কবিতা

জন্ম, বেড়ে ওঠা সবই বাংলাদেশের রাজধানী ঢাকাতে।
নেশা, দেশ-দেশান্তরে ঘুরে বেড়ানো ও বইপড়া। পথের নেশা তাকে করেছে ঘরছাড়া, ঘুরতে ঘুরতে এখন আটলান্টিক মহাসাগরের পাড়ে, কানাডায়। সেখানে জীবন যাপনের পাশাপাশি জীবন উৎযাপন করেন কবিতা এবং লেখালিখির খরস্রোতা নদীতে বৈঠা বেয়ে।
ফেরদৌস নাহার বাংলা ভাষার একজন শক্তিমান কবি, প্রাবন্ধিক ও সংগীত রচয়িতা। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে ১৫টি কবিতা ও ৩টি প্রবন্ধের বই। এছাড়া তাঁর কবিতার ইংরেজি অনুবাদে অচিরেই প্রকাশিত হতে যাচ্ছে একটি ইংরেজি কাব্যগ্রন্থ। প্রকাশিত হয়েছে বাংলাদেশ ও ভারত থেকে অসংখ্য যৌথ কবিতা সংকলন। বাংলাদেশের প্রখ্যাত ব্যান্ড সংগীতের দল ‘মাইলস’-এর অনেকগুলো জনপ্রিয় গানের রচয়িতা তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও কানাডা থেকে কম্পিউটার ট্রেনিং প্রোগ্রাম কোর্স। কবিতার পাশাপাশি ছবি আঁকেন, গান লেখেন, ব্লগিং করেন, কফিশপে ধোঁয়া আর ঘ্রাণে আড্ডার ঝড় তোলেন। নিজেকে পদ্য-গদ্যের শ্রমিক বলেন। কিন্তু সবকিছুর উপরে এক বিশ্ব বোহেময়ান কবি আর চির তারুণ্যের নাম ফেরদৌস নাহার। মন চাইলে বেরিয়ে যান। ঘুরে বেড়ান খেয়াল-খুশি মতো, যাকে তিনি ‘ঘুরণ’ বলেন। জীবনের রন্ধ্রে রন্ধ্রে বুনে চলছেন মুক্ত চিন্তা ও উন্মুক্ত বোধের নকশা। ভালোবাসেন প্রকৃতি ও মানুষ।
আকাশের ঠিকানা : [email protected]
lubna Yasmeen says:
কবিতাগুলো এক একটা অন্তর্লীন বিষাদ আঁকে, ছবিগুলো মেলানকলি মাখে