Categories
ইরাবতী উৎসব সংখ্যা: তিনটি কবিতা । গৌতম মণ্ডল
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
না লেখা কবিতা
আহত রাত্রির মতো
কোনও একটা ব্যথা
বুকের ভিতর রিনরিন
করে বেজে যায়,বাজে
অন্ধকারে থাকা
কিলবিল পোকারা ডানা
মেলে উড়ে যায় শূন্যে
শূন্য হয়ে যাওয়া মাথা নিয়ে,আমি একা,
জ্যোৎস্নায় ভিজতে ভিজতে
অনুবাদ করতে থাকি
মেঘ ও রৌদ্রের নীরবতা
.
ভঙ্গিমা
অন্ধ পাথর, তোমাকে রাত্রির
আবছা আলোয় ডানা মেলতে দেখলাম।
নীল ডানা মেলে তুমি
অচেনা দেশের ভিতর চলে যাচ্ছ
কোন পান্থশালায় এসে থামবে,তুমি
তা জানো না।
যেখানেই যাও,যাওয়ার আগে,
অন্ধ পাথর, আমার বুকের গালিচায়
রেখে যাও তোমার বসার ভঙ্গিমা।
.
বুক
দিগন্তের কিছু নীচে
স্তব্ধ হয়ে আছে যে দিঘি
আমি তার পাড়ে
নীরবে একটা প্রদীপ রাখি
প্রদীপের মৃদু আলোয়
ঝলমল করে ওঠে দিঘিজল
উন্মাদ হাওয়ায়,দেখে যাই,
এলোমেলো হয়ে যাচ্ছে জলরেখা
এলোমেলো আঁধার সরিয়ে শ্বাস নিই
নীলিমায় ভরে ওঠে নির্জন বুক
কবি ও সম্পাদক