| 20 এপ্রিল 2024
Categories
উৎসব সংখ্যা’২০২১

ইরাবতী উৎসব সংখ্যা: জুয়েল মাজহারের পাঁচটি কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
স্লিপিং পিল
 
 
শহরের রাতগুলোকে ভরে তুলেছে
বহুজাতিক ওষুধ কোম্পানিগুলোর
টনকে টন স্লিপিং পিল
 
 
অনিদ্রার ভেতর তবু ছটফট করছে
উদভ্রান্ত কবি আর লালচোখ নি:সঙ্গ কাছিম
 
 
 
 
 
 
 
রবীন্দ্রসঙ্গীত গায়িকা 
 
 
রবীন্দ্রসঙ্গীত যিনি গাইলেন কাল
দেখে মনে হয়েছিল
আহা, এক পটে-আঁকা শান্ত প্রতিমা
 
 
আজকে বিকেলবেলা
বেচারাম দেউড়ির মোড়ে তিনি কাকে যেন খিস্তি ঝাড়লেন
 
 
বোঝা গেল
তারও রয়েছে একটি খর জিভ
আর যত্নে লুকিয়ে রাখা বিষদাঁত
—তিনিও অশ্রাব্য, ক্রূর, ভেতরে নগ্নিকা!
 
 
রাত্রে তবে তারও যোনি খলবল করে?
 
 
 
 
 
 
 
শাদা পৃষ্ঠা 
 
 
ঘুমন্ত শাদা পৃষ্ঠার উপর
অক্ষরের অতর্কিত আক্রমণ হলো
 
ধর্ষকামী পাঠকেরা দূরে বসে তালিয়া বাজাল
 
 
 
 
 
 
 
 
তোমাকে খুঁজতে গিয়ে
 
 
কেওড়ার ডাল থেকে ঝুলে থাকা
হেঁটমুণ্ড বুড়া বাঁদরের
নিস্পৃহ দু’চোখ দেখে ভয় পাই;
 
 
সে-ভয় কাটাতে
সুবেহ সাদেকে আমি
ভোঁদরের সঙ্গে গান গা’ব
 
 
তোমাকে খুঁজতে গিয়ে খুঁজতে ভুলে যাব
 
 
 
 
 
 
 
কান্না
 
 
মানুষ তোমাকে আমি ভালোবেসে
মানুষ তোমাকে আমি ঘৃণা করে একা বসে কাঁদি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত