Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,puja 2021 bangla kobita manasi kabiraj

ইরাবতী উৎসব সংখ্যা: কবিতাগুচ্ছ । মানসী কবিরাজ

Reading Time: 2 minutes
নির্বাণ
 
 
পায়েসের বাটি ছুঁতে না ছুঁতেই
ম ম গন্ধে , শুরু হল
হাওয়ার
কানাকানি
অথচ পঞ্জিকা মতে , এটাই
মাহেন্দ্র ক্ষণ ছিল
এদিকে , অমিতাভ বলছেন
পায়েসের বাটি বাড়ালেই ,যে কেউ
সুজাতা হয় না
বোধিবৃক্ষও এক ধর্তব্য বিষয়
জ্যোৎস্না ডিঙিয়ে নামে
সহিংস লোভ
অমিতাভ পড়ছেন
বিনয়পিটক !
 
 
 
 
 
 
 
সেতুবন্ধ
 
এখনো অন্ধ হাতে, ঠিকঠিক চিনে নিতে পারি তোমার ঠিকানা
পোষ্য সারমেয়র মতো তোমার গন্ধ শুঁকে দিতে পারি
মুখস্থ বলে দিতে পারি, সমস্ত বানভাসি দিন
বলে দিতে পারি,
ঠিক কীভাবে ছুঁয়ে দিলে
কোথায় আমলকি-রোদ ছলকায়
কোথায় আশাবরী রাগ
বলে দিতে পারি
কোন ঘর স্বরবৃত্তে খোলে
কোন ঘর পয়ারের ধাঁচে
শুধু
চৌকাঠের ওপারে যে রেশমি চুড়ির রিনরিন
এই গল্পের সঙ্গে তার কোনো যোগসূত্র নেই
 
 
 
 
 
 
 
ঠিকানা…
 
 
একলা প্রেমিকের মতো হেঁটে যায় দুপুরের ছায়া
নিষেধ ভাঙতে ভাঙতে সিঁড়িরা খুঁজে পায় চিলেকোঠা জাফরির ভাঁজ
দেখে ফ্যালে,
পৃথিবীর সমস্ত ডিম মুখে নিয়ে
উদাসীন ডোবা চিৎ হয়ে শুয় আছে নির্লিপ্তি সাজিয়ে ।
স্রোতে ভাসে ক্ষুদে পিঁপড়েরা
প্রেমিকের ছায়া হেঁটে যায় একলা দুপুরের মতো ,
ছায়া ভাঙতে ভাঙতে নিষেধ নেমে আসে নীচের ডোবায়
চিলেকোঠা লিখে দ্যায় বর্ষার আগাম আভাস
কলসি – দড়ির ছকে, মুছে যায় জাফরির ভাঁজ
পিঁপড়েরা ঠাঁই বদলায়…
 
 
 
 
 
 
 
ল্যান্ডস্কেপ
 
মন খারাপের দিনে , আলটপকা মেঘ এসে
গিলে খায় আস্ত দুপুর
যেন এখনই শুরু হবে দুষ্পাচ্য রাত
যেন চেনা ছবিতে ফাটল ধরিয়ে
বেরিয়ে আসবে অচেনা বিপ্রতীপ কোণ
যেন ঢেলার মতো বৃষ্টিরা নামতে নামতে হঠাৎই থমকে দাঁড়াবে
যেমন সিগন্যাল আলো জ্বলে গেলে,থমকে যায়
বয়স্ক ত্বক
দুপুরের এত ঝক্কি সয় না
শুধু মনখারাপকেই ,সব সয়ে যেতে হয়
সমস্ত ভাঙন
মনখারাপের নদী পাড় জুড়ে
শুধুই ভাঙন
নদী তো আগুন নয়, যেন এক কামার্ত জিভ
আগুন , ছাই ফেলে রাখে
নদী গিলে খায় সব
সবটাই
 
 
 
 
 
 
 
 
পরকীয়া
 
শুধু দেশলাই বুকে নিয়ে,
আর কত পরিভ্রমণ!
একবার তো আগুন নিয়ে খেলাটা রপ্ত করুন
দেখবেন, নষ্ট চাঁদের গায়েও
ঝুলে আছে
রূপকথা-সিঁড়ি
নেমে আসছে কাঙ্ক্ষিত অঙ্গুলিত্রাণ
ভীতু গর্তে সেঁধিয়েও, ঠিক যেমনটি চেয়েছিলেন
বরাবরই
পোড়া গন্ধে না জড়ালে কে আর চিনতে শেখে
দুরূহ ভাতের আঘ্রাণ …
 
 
 
 
 
 
 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>