| 20 এপ্রিল 2024
Categories
উৎসব সংখ্যা’২০২১

ইরাবতী উৎসব সংখ্যা: নাসরীন জাহানের কবিতা

আনুমানিক পঠনকাল: 3 মিনিট
দেখা
কত বছর পর দেখা হল,
একটা জীবনে, তুমি শুকিয়ে
কালো বাকল হয়ে গেছ,
সবুজ গাছের উচ্ছ্বাস ছেড়ে
কীভাবে হলে তুমি কালিজিরা দিন?
 
বাতাস ছিলোনা
শিশিরওড়া,আকাশ ছিলনা,
অনেক তারায় ভেজা,
কিছুই ছিলোনা কিছুর মতো,
 
কিন্তু,
মনে হচ্ছে,,
আমি তোমার জন্য রান্না করব,
প্রিয় স্যালাদ আর যা যা,,
তুমি যেমনই আছ,আমি তোমাকে আর
হারানোর ঝুঁকি নেব না।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,kobi rafiq gibran er kobita
অদ্ভুত জীবন গান
 
মনে হয় বলি, অনেক ক্লান্ত আমি অন্ধের শহরে বিক্রি করা
আয়না ভেঙে চুরচুর দেখি, ওদের চোখের মণি জেগে গেছে।
বেগানা রাত্রি এসে ঢেকে দেয় স্তন, ধেয়ে ওঠে নীলগিরি,
এ এক অদ্ভুত শীত ভাবতে ভাবতে ঘুম মরে যায় রোজ।
পাহাড় পাহাড় ডাকি শব্দহীন প্রতিবিম্ব কান বুজে দেয়।
 
ঘুম কিনবেন ঘুম?ফেরিওয়ালার হাতে ঝাঁপাতেই বেসমাল
হয়ে দেখি,সব উড়ে গেছে, বিহবল চোখ তার পুর্ণিমায় স্থির,
ভিড় করে আমরাও উড়তে থাকি অদ্ভুত এক ইশ্বরীর দিকে
দেখি,যেখানে প্রাণ নেই সেখানে প্রকৃতি আরও সুন্দর
মন আমাকে ছেড়ে বলে, পরজনমে এরচেয়ে বেশি সুন্দর নেই।
 
পরকাল লোভীদের দেখিনি তো,এ জনমে কোন ছাড় দিতে,?,
সব জগতেই আমরা বিড়ালের সামনে প্রতিদিন ইঁদুর।
ঢোলকলমি ফণা তোলে আর প্রাণ হোঁচট খায় প্রেম ছুঁতে গিয়ে
মন বসে থাকে শৈশবে, তরুণে, দেহ বৃদ্ধ হতে থাকে রোজ,
মনে হয়,জড়তার চাইতে মৃত্যুর অধিকার অনেক সবুজ।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
এবং
 
আমি যখন বৃদ্ধ অন্তিম শয্যায়,এবং
ধুসর প্রদীপ আমার কাছবর্তী,
দীর্ঘশ্বাসের ছায়া তোমার মোমবাতি ঘিরে আবর্তিত।
এবং তুমি পাঠ করছো নিজের অক্ষর এবং
স্মরণ করো,অজস্র সুন্দর মুহূর্ত
সেই বাছুর আর ভেড়ার পাল, এবং পাহাড় এবং
আর রোদ দুপুর আর শহর,তোমার প্রভাত,
যা আমার সাথে পেরিয়েছিলে ছায়ায়,,
,
যেখানে আমার মিথ্যেগুলোও
পছন্দ ছিল তোমার, যা ছিল কারুকার্যে আকীর্ন,,
এখানে আমি তুমি মানে এক শব্দে একাকার
যেহেতু অন্তিমে সূর্য হাসছে, চাঁদ ফুটছে,আর আকাশ
যে আমার আজীবনের ঈর্ষা।
যেখানে যে আকাশ দেখি,ভাষাহীন দিন!
 
আমি আজীবন তোমার কষ্টগুলো ভালোবেসে গেছি।
তারার চাটাই নামিয়ে এনে কেউ যেন ঢেকে
দেয় আমাকে অসহ্য আগরবাতির গন্ধ,
খোলা আসমান, আর আসমান আমার জীবন,,
মনে পড়ে কত রূপ ছিল আমার আর অদ্ভুত মন,
ভালোবাসতো কত রকমজন।
 
কোন একটা ভালো বই পড়তে পড়তে
করো আমাকে স্মরণ,,
তোমার আনন্দ, আমি আজীবন আমি প্রকাশ্য করে গেছি।
আমার সুখ আকাশ কে জানিও,
এবং, ফুলদানি ফুলে সাজিও
যেন কাতরে হওনা ডুবিও,
তখন দিন যখন করে সন্ধ্যা তোমার বরণ,,
অন্তিমে কেউ যেন প্রেমের কথা শুনিয়ে শিস দেয়
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,bangla-kobita-by-krishna-malik/
আজ দিন! আজ রাত!
 
মুহূর্ত মুহূর্ত জেগে থাকা আমি !
শব্দের নামে শব্দহীনতা খুঁজছি!
খুলে যায় রোজ আলো আর কালো
অনেক রুপোলী বাজার,সেই বাজারের
রঙতুলি আমি! আলোর পেছনে
একটা আঁধার ঘর!
আজ পাখা প্রদীপের জ্বেলে দেয়া রোজ,
নিভাচ্ছি বারবার!
ওড়ে এলো আজ একশো বনের পাখি!
আজ জলে পাখি! আজ পাখিরোদ বারোমাস!
 
সূর্য নাচছে! রাত্রি গাইছে!,
আজ বিষন্ন হাসবে বলেছে,
আজ বৃষ্টি হেমন্ত গেয়েছে,
আজ, শীত গাইছে চৈত্রকাব্য
আজ, মৃত্যুকে জেগে তোলা!
ঝিমুদের উপেক্ষা!
আজ তিমিরে পাখিদের কারুকাজ!
 
মুদ্রাতে রোজ প্রদীপ জ্বালিয়ে,
মুছে ফেলি আমি টাকাদের নাচ!
আজ, হাওয়া আসুক আর যাক,
মানুষের ফোঁসে রঙতুলি মেখে
রোজ বসে ঠায় ঘন্টা স্কুলের
রোজ বসে থাকি দফতরি আমি।
দুর্মর অপেক্ষা!
কোথায় কলোচ্ছ্বাস?
 
আজ বৃষ্টিগাছে রৌদ্র ফুটুক!
আজ রাত্রি!আজ সাপেদের সাপরামি,!
নাচতে থাকছি সব বুজে দিয়ে
নাচতে থাকছি সব খুলে গিয়ে!
আজ ফুল ঘুমুচ্ছে! জেগে থাকছে!
আজ,অসহ্য রাত! তারাদের নেমে আসা!
আজ,পাখিপাখাদের রাত্রির উচ্ছ্বাস!
 
নতুনকে পুরোনো হতেই হবে,
জীবের বন কী খালি হয়ে যাবে?
পুরাতন রাত,পুরাতন ভোর!
চিরায়ত তবু অসহ্য লাগে!
নতুন না হলে এগোতে চায়না স্বাস!
 
আজ যাচ্ছিনা! পা বাড়াচ্ছি!
আজ আঁধার! অথবা জোছনা,
নিভিয়ে ফেলা ! গুহার বাতাস,
আজ বরফের লেপ টেনে এনে আমি,
শীতে শুকোতে দিচ্ছি!
আজ,জোনাকির সাথে বরফের বসবাস!
 
আজ সমুদ্র!আজ হাওয়া!
আজ, সুমুখে দাঁড়াক সমস্ত চলে যাওয়া!
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,bangla-kobita-by-krishna-malik/
এগোয়
 
একটা জানালা এগোয় ধীরে ধীরে,
অদ্ভুত চোখ মেলে চেয়ে উছ্বাসে
অন্য জানালার মুখোমুখি খোলা কপাট
শুরু হতে থাকে রাত্রির কথাবার্তা।
 
একটা বৃক্ষ আরেকটি গাছের সাথে,
মুখোমুখি হয় প্রচুর বৃষ্টিপাতায়,
অনেক কথা বলে করোটির সাথে
জানালার চোখ চেয়ে থাকে চুপচাপ।
 
তাই বাকরুদ্ধ আমি নিরন্ত কাঁপি,
ঘুমিয়ে যেতেই চেয়ার এগোয়,পাতা এগোয়,
শার্ট এগোয়, মাটি এগোয়, আঁচল এগোয়
পথ এগোয়,মানুষ ছাড়া সব এগোতে থাকে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত