ইরাবতী উৎসব সংখ্যা: ত্রিশাখ জলদাসের ৫টি কবিতা
ফাঁদ
জলের খুব গভীর থেকে
মাটি এনে হাঁস বানালাম।
ভাসিয়ে দিতেই পাখা দু’টি
খুলে রেখে ডুবে গেল হাঁস।
নিনাদ
শূন্য একটি পৃষ্ঠার অতীত।
উড়াল একাকী রেখে
জল ভেঙ্গে ফিরে যাচ্ছে পাখি।
সন্ধি
দাগ টেনে দাঁড়িয়ে আছে দেয়াল;
মধ্যবর্তী যোগচিহ্নে শূন্য একা –
পাশ ঘেঁষে হেঁটে যাচ্ছে দূরবর্তী ছায়া।
সার্কাস
জীবন একটি অন্ধ কুকুর ।
আর তুমি তাকে যত্ন করে
ডাকছো ডালিম কুমার।
মুখোশ
হরিণের বনে মানুষের স্বর আজ
বাঘের প্রতিবেশী হয়ে দাঁড়িয়ে আছে।

জন্ম ৭ মে ১৯৫৯, ময়মনসিংহ শহর, বাংলাদেশ।
প্রকাশিত কবিতার বই
১। জড়তুল্য পাথর (২০১২)
২। মোমঘর (২০১৬)
৩। কালো মোহরের দানা (২০১৯)
৪। ত্রিশাখ জলদাসের কবিতা (২০২০)