| 19 এপ্রিল 2024
Categories
উৎসব সংখ্যা’২০২১

ইরাবতী উৎসব সংখ্যা: ত্রিশাখ জলদাসের ৫টি কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
 
 
 ফাঁদ
 
 
জলের খুব গভীর থেকে
মাটি এনে হাঁস বানালাম।
 
ভাসিয়ে দিতেই পাখা দু’টি
খুলে রেখে ডুবে গেল হাঁস।
 
 
 নিনাদ
 
শূন্য একটি পৃষ্ঠার অতীত।
 
উড়াল একাকী রেখে
জল ভেঙ্গে ফিরে যাচ্ছে পাখি।
 
 
সন্ধি
 
দাগ টেনে দাঁড়িয়ে আছে দেয়াল;
মধ্যবর্তী যোগচিহ্নে শূন্য একা –
 
পাশ ঘেঁষে হেঁটে যাচ্ছে দূরবর্তী ছায়া।
 
 
 সার্কাস
 
 
জীবন একটি অন্ধ কুকুর ।
আর তুমি তাকে যত্ন করে
ডাকছো ডালিম কুমার।
 
 
 
 মুখোশ
 
হরিণের বনে মানুষের স্বর আজ
বাঘের প্রতিবেশী হয়ে দাঁড়িয়ে আছে।
 
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত