| 20 এপ্রিল 2024
Categories
উৎসব সংখ্যা’২০২১

ইরাবতী উৎসব সংখ্যা: নীলাব্জ চক্রবর্তী’র কবিতা

আনুমানিক পঠনকাল: 2 মিনিট
রঙ করা সময়
জলের মাংস
 
একটা দিগ্বিদিক কার
 
ঘোর
 
মুহুর্মুহু হয়ে
 
এই পোশাক
 
এই ক্যামেরার দিন
 
একটা গভীর খুব কাঁচ কোথাও
 
বারবার
 
ফাঁকা সুরে সুরে
 
কিছুতেই জুড়ে যাচ্ছে না
 
দুটো লাল রেখার শব্দ
 
একটা রঙ করা সময়
 
বাষ্প অর্থে
 
আঙুলের স্মৃতি বদলে যাচ্ছে…
 
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
 
অসমাপিকা
 
কখনও অধিবৃত্তের প্রসঙ্গ
 
যে ফোকাস অর্থে
 
অচেনা কথায় কথায়
 
নাভি
 
ভাষাও আমায়
 
তোমার পাশেই
 
ঘুরে যাচ্ছে মিড শটের দিন জুড়ে
 
তেমন ক্লিক ক্লিক
 
একটা সাদাকালো হচ্ছে
 
রিস্টার্ট ছবি
 
দূর এক জীবন পর্যন্ত
 
সংলাপ ও প্রস্তরীভূত বর্ণমালায়
 
খসখসে
 
একটি কল্পদৃশ্য
 
অসমাপিকা ভালবেসে…
 
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,kobi girish goiric kobita
 
ধাতব যে দিন
অপেক্ষার স্বাদ পড়ছে
 
ভাষার যে আমি
 
নিজের ছায়া নিয়ে খেলতে খেলতে
 
একটা ক্যামেরা
 
ওই ফেনার ভেতর
 
যে বহুতল সময়টা
 
আছড়ে
 
একটা ভারী ব্লেড হয়ে
 
ধাতব যে দিন
 
সত্যি সত্যিই গেছে আর এসেছে
 
তোমার আয়না
 
লেফাফায়
 
শুনানির আগেই
 
এই পরবর্তী উইথড্রয়াল
 
ফিকে হয়ে আসছে…
 
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
 
স্পেস
 
দেওয়াল পর্যন্ত
 
কোনও কোনও স্পষ্ট নীল সংখ্যায়
 
শীত
 
একটা রঙ হয়ে
 
জামায়
 
চোখ বুনতে বুনতে
 
ফেটে পড়ছে
 
তিনঘর কোনাকুনি এগিয়ে দেওয়া শব্দরা
 
কার স্পেসে
 
দুঘর সোজাসুজি
 
এই অপেক্ষা
 
এই নিশ্চুপ
 
কনফেশন বক্সের ভেতর
 
ফিরে আসা
 
ফোনগুলো অন্যমনস্ক সন্ধ্যা হচ্ছে…
 
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,read bengali kobita tanya kamrun nahar
 
ভাষা নামে
 
ঘন একটা অন্যমনস্ক সময়
 
পড়ে যাচ্ছে
 
চোখ
 
অটোটিউন করা
 
তোমার যে সময়
 
দ্রুত
 
শুধু
 
ক্যামেরারই ছায়া
 
উঠছে
 
ভাষা নামে একটা গাছ জুড়ে
 
দুটো পাথর
 
তিনটে জানলা
 
কে
 
পেরিয়ে যাচ্ছে
 
একটা চেকলিস্টের রঙ…
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত