Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,puja 2021 bangla kobita obayed akash

ইরাবতী উৎসব সংখ্যা: যুগল কবিতা । ওবায়েদ আকাশ

Reading Time: < 1 minute
পরিচয় হারিয়ে গেলে
গগনে তোমার দেখা
এসেছি– উল্টেপাল্টে দেখবো চাঁদ, মৌন ব্যাকুলতা
 
হাঁড়ির গভীরে লুক্কায়িত ওমে ঘনঘোর বর্ষার মূর্ছনা নাই
অথচ অলকানন্দায় ভেসে
একদিন দ্বিধান্বিত তটে কলসিতে ভর দিয়ে ডুবসাঁতার
করেছি গণনা!
 
এসেছি যে, অবাক টানা বর্ষণের রাতে আমরা তো
মুখোমুখি বিভাজিত ছায়া– কী করে ফুরিয়ে যাই গগনমুদ্রায়
দেখা হোক
 
রূপের গরিমা ভেজা রাতে
পৃথিবীতে ফেলে যাই কদমের নিভৃতি ছুঁয়ে ঝুলে থাকা
বাতাবি শৈশব
 
জীবাণু-নিবারক রোদে শুকাতে দিয়েছি সুখ
এ পুণ্ড্র নগরে কাঁদে শরাহত কামজ তানানা
 
এসেছি যে, বিধু সে জানে না কলা
মেঘের চাতুরি তাকে কতোটা শেখাতে পারে
দ্রাক্ষার্দ্র ক্রৌঞ্চপ্রিয়া বোধ, বিরহ বিদগ্ধ প্রেম
দেখা হোক দেখা হোক
 
গগনে তোমার দেখা
নদীগুলো কম্পমান রজস্বলা শেষে
এসেছি যে, পরিচয় হারিয়ে গেলে কী নামে খুঁজবো বলো
এ-সালের কোভিড-বর্ষায়!
দেখা হোক
 
এ গান শীতল
[কবিবন্ধু মাহফুজ আল-হোসেন, প্রিয়জনেষু]
ওভাবে বলো না– গলিত যাত্রা পড়ে আছে দূরে
হারাবার প্রার্থনা ঘিরে ব্যথা
 
যদিবা আমূল বদলানো যেতো
যেতাম– প্রতিটা অক্ষর বুকে টেনে নিয়ে
খসে খসে পড়তাম– নির্জন ভিড়ে
 
ওভাবে ডেকো না– তারার পরীরা কখনো জ্বলে না
তারারাই বাঁচে– তুমুল শিকলে
 
যতোটা কাঠের রচনা– শিখেছ প্রণত বৃক্ষে
অন্তত রয়েসয়ে বলো কিছু– গাছেরা ঘামছে
তারো প্রাণ আছে– পারদ গলছে
 
ওভাবে বলো না– হিজল নুয়েছে নদীতে কতোটা
ঝাউ বড় হলে– দেখো উঁচু হতে হতে আরো দূর
বিপুলে হারায়– তুমি তা পারো না
 
ওভাবে বলো না– রয়েসয়ে বলো– শুনছে কথারা
বিরুদ্ধ পৃথবী– আলোরা নিভেছে– এ গান শীতল!

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>