| 24 এপ্রিল 2024
Categories
উৎসব সংখ্যা’২০২১

ইরাবতী উৎসব সংখ্যা: দুটি কবিতা । প্রদীপ কুমার চক্রবর্তী

আনুমানিক পঠনকাল: 2 মিনিট
অহং
 
আমার অহং-এ জোর চাঁটি মেরে
 
বসিয়ে রেখেছি পথের ধূলায়;
 
সত্য পোশাকে শরীর ঢেকেছি
 
মনটা বন্দি হিসেব খাঁচায়।
 
আর্ত সেবায় খোঁজ তো নিয়েছি
 
অশ্রু ফেলেছি তফাৎ থেকে;
 
ভীতু সংকোচে গুটিয়ে থেকেছি
 
তোমরা হেসেছো আমাকে দেখে।
 
আমি তো দেখছি সেবার নামে
 
কেউ কেউ নিল অনেক কিছু;
 
দূর থেকে আমি দর্শক শুধু।
 
কখনো যাইনি ওদের পিছু
 
 
 
 
পদে পদে বুঝি অহং-এর বেড়ি
 
আমার বোধকে করেছে সুপ্ত;
 
সমাজ বিবেকে আমি নাড়া দিই
 
বুঝেছি চেতনা হয়নি লুপ্ত।
 
 
 
 
আমার বোধেতে অহং গহনা
 
মনুষ্যত্ব হলো তো বিফল;
 
আমার চেতনা শতদলরূপে
 
সমাজ মানসে হোক উজ্জ্বল।
 
 
 
 
অহং প্রদীপ দেবো তো নিভিয়ে
 
অন্তরে দীপ জ্বলুক নিত্য;
 
বিবেকের দায় নেবো মাথা পেতে
 
এবার মানবো সেটাই সত্য।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
বসন্তের নতুন ভেলা
 
 
 
 
দরজায় টোকা মেরে দাঁড়িয়ে উন্মনা
 
ঠোঁটে তার একচিলতে বসন্ত হাসি
 
গভীর প্রত্যয় ছিল প্রেম ভরা চোখে
 
সব কিছু তার মোহে গেল যে ভাসি
 
অকুল উচ্ছ্বাসে সে ডাক দিয়ে বলে
 
পার করি সংসার সীমানা
 
হেথা শীত দুঃখের কড়া মায়াজাল
 
আজ দেশান্তরে দিই চলো হানা।
 
স্বার্থের সংঘাতে রোজ বিবর্ণ নরক সকাল
 
সূর্যের আলো মেখেও কাটে না আঁধার
 
প্রেমহীন জীবনজুড়ে নিঃশ্বাসে থাকে কত ভয়
 
প্রেমিক দুলালী হাতে চাবি পারাপার
 
সেভাবে এ স্বপ্ন নাকি বসন্তে তাকে ডাকে
 
 
 
 
সত্যিই জীবন তার অচ্ছুৎ ছেঁড়া জামা
 
দুই পা আগালেও সে পিছোয় তিনটি পা
 
দুঃখ বলে সুখকে ঘাড় থেকে নামা
 
বিড়ম্বিত জীবনে তার আশঙ্কার কাঁটা
 
খোলা চোখে দেখে ফাগুন বিকাল
 
শত শত কুহু ডাকে তার নাড়িতে স্পন্দন
 
দেরী নয় সে বাঁচবেই রুগ্ণ ইহকাল
 
 
 
 
দেহে তার গোলাপি পাপড়ি অলংকার পলাশ ফুলের
 
আম্রমুকুল হাতে বাগানে মত্ত খেলায়
 
বাতাবির গন্ধ সুরায় তার চোখে অতীন্দ্রিয় নেশা
 
এবার থেকে সে ভেসে যাবে বসন্তের নতুন ভেলায়।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
সংক্ষিপ্ত পরিচিতি:-
 
জন্ম-২৬/০৬/১৯৫২ রামেশ্বরপুর,মুন্সীরহাট,হাওড়া-৭১১৪১৪
সম্পাদক:উদ্দীপন সাহিত্য পত্রিকা, কাব্যগ্রন্থ সমূহ: আমি আর আমার বেঁচে থাকা(২০১৩),সবুজ দেশে সবুজ স্বপন(ছড়া-২০১৪),অবশেষে বৃষ্টি নামল(২০১৫),আগ্নেয়গিরির মুখোমুখি (২০১৬),অমৃতপুরের মাটি ছুঁয়ে (২০১৮),ছড়ায় ছড়ায় মজার পাড়ায়(ছড়া ২০১৯),একটু আলোর জন্য (২০২০),আঞ্চলিক ইতিহাস পাইকপাড়া:অতীত বর্তমানের আলোয়(২০১৬),কালের প্রবাহে ভুরশিট ব্রাহ্মণপাড়া(২০২১),স্মরণের দীপ্ত আলোয়(২০১৭),বাসনার আলোকধারায়(২০১৭),সায়ন্তনের মাধুকরী(২০২০)
 
উদ্দীপন পত্রিকার উল্লেখযোগ্য সংখ্যা:করোনা সংখ্যা ১৪২৭,সত্যজিৎ রায় সংখ্যা-১৪২৮
 
সম্মাননা:প্রগতি সম্মান,কলকাতার যিশু সম্মাননা,দু-মুঠো পাগল ধান সাহিত্য পত্রিকা সম্মান প্রভৃতি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত