Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,puja 2021 bangla kobita saiful bhuiyan

ইরাবতী উৎসব সংখ্যা: একগুচ্ছ কবিতা । সাইফুল ভূঁইয়া

Reading Time: 2 minutes
গুম
 
যে সমস্ত পুকুর গুম হয়েছে
তাদের কথা কে বলবে!
যে সমস্ত জীবন্ত পুকুরের বুকে
মাটিচাপা দিয়ে আমরা ক্রিকেট প্র্যাক্টিস করছি
কে বলবে তাদের কথা!
 
 
সাকিব আল হাসান স্ট্যাম্প ভেঙে বলছে-
ফিরিয়ে দিতে হবে পুকুর
পরীমনি সংবাদ সম্মেলনে বলছে-
নিজের কথা বলছি না পুকুরের কথা বলছি।
 
 
কুমিল্লায় ডায়াবেটিস রোগীদের অনশন পুকুরের জন্য
চ্যানেলে চ্যানেলে পুকুরের নিখোঁজ সংবাদ
বেইলি রোডে দলে দলে নেমেছে বৃহন্নলা
গাড়িতে টোকা দিচ্ছে-
আরে কবি, পুকুরও দেবে না, টাকাও দেবে না
এটা কোনো বিচার হলো!
 
মৃত মাছ
 
গলা ফাটাচ্ছো জীব বৈচিত্রের জন্য
অথচ মেনে নিচ্ছো না মনুষ্য-বৈচিত্র
ছিটগ্রস্ত যে কবিতা লিখছে কিংবা
যে কাক ঘরকুনো বিষণ্ণ
কথা বলতে ভুলে গেছে
কিংবা যে কেবল বৃষ্টির জলেরও দাগ খুঁজে বেড়ায়
গলা কাটছো মাছেদের যারা আসমানকে দেখায় সাদাপেট
সূর্য্যকে দেখায় রেটিনার দাগ
চোখের ময়লা হয়ে পড়ে থাকা অদেখা স্বপ্ন
গলা ফাটাচ্ছো জীববৈচিত্র বলে
অথচ মেনে নিলে না আমাকে
ঘরকুনো কাক
 
এমনকি মৃত মাছকে।
ট্র্যাফিক সিগন্যালগুলো নগরের ঐন্দ্রজালিক ফটক
 
পান্থপথে যা কিছু ঘটে তা-ও ঐন্দ্রজালিক
লাল আর নীল বাতির খেলায়
তন্দ্রায় অথবা সম্মোহনে
সবাই হয়ে গেছে অনুগত রাজা।
 
 
আমিতো আগেই বলেছি,
পান্থপথে যা কিছু ঘটে সবকিছু ঐন্দ্রজালিক
আরক্ষাবাহিনী যদিও কথা দেয়:
জিজ্ঞাসাবাদ শেষে আমাকে পৌঁছে দেবে।
 
 
পান্থপথে গল্পের প্লটের পেছনে কোন প্লট পাবে না
কারণ ঘটনার পিছু পিছু পালিয়েছে ঘটনা
সিগন্যালে আটকে থেকে তন্দ্রা অথবা সম্মোহনে
নিজের চোখে দেখেছি
 
 
পান্থপথ সিগন্যাল নগরের ঐন্দ্রজালিক ফটক…
আগুন
 
·
 
ফায়ার ব্রিগেডের গাড়িগুলো
হন্যে হয়ে ঘুরছে আগুনের খোঁজে।
আমার কাছে কেউ আগুন নিতে আসে না
তাই আমি জানি আমার মাঝে আগুন নাই
 
 
অথবা আগুন ছিল চুরি হয়ে গেছে
সিগারেট জ্বালাতে নিলে জ্বলে না
অথবা জ্বলন্ত সিগারেট নিভে যায়
আমার কাছে একটুও আগুন নাই
 
 
তবুও বাড়ির সামনে দাঁড়িয়ে আছে
ফায়ার ব্রিগেডের গাড়ি
আগুনের প্রয়োজন হলে ওরা যাক
 
মিছিল খন্দকারের কাছে।
 
মানুষের শরীর ছোট কিছু নয়
 
·
 
যদিও কেবল কয়েক হাত লম্বা
মাত্র কয়েক কিলো ওজন
শরীরের ভিতরে থাকে জোড়া পর্বতমালা
প্রাচীন মন্দির নির্জন রাজপথ বন্ধ দরজা
 
 
বুকের কাছে লুকিয়ে থাকে স্বপ্ন
আর বারেবারে ঘুমিয়ে পড়ে মৃত্যু
 
 
বুকের ছাতি মাত্র ইঞ্চি কয়েক হলেও
মানুষের বুক সামান্য কিছু নয়
নদী থাকে পালতোলা নৌকা
থাকে অদম্য ঘোড়ার পাল
 
 
শরীর সামান্য কিছু নয়
শরীরে থাকে ব্রহ্মাণ্ড
 
 
মানুষের চোখ নগন্য কিছু নয়
চোখের পথে উড়ে যায় রানওয়ে আর পোতাশ্রয়
ঝাকে ঝাকে ভাসে জাহাজ ওড়ে উড়োজাহাজ
মানুষের শরীর নগণ্য কিছু নয়
 
 
স্নায়ুতে স্নায়ুতে আত্মা অভিযাত্রীর পথ
শরীরের ভিতর সূর্য উঠে
রোমে রোমে রোদ
 
রোমে রোমে প্রেম…

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>