Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,puja 2021 bangla kobita Sardar Faruque

ইরাবতী উৎসব সংখ্যা: কবিতাগুচ্ছ । সরদার ফারুক

Reading Time: < 1 minute

আনন্দ

আনন্দ বলতে আমি যেটুকু পেয়েছি

তার সবটুকু জুড়ে তিতকুটে আরকের স্বাদ

জলসত্র মনে করে চলে গেছি কসাইখানায়

দেখেছি রক্তের ধারা, পশুর অক্ষম প্রতিরোধ

বুনোলতা খুঁজতে খুঁজতে কতোবার

পেয়ে গেছি পাহাড়ি মেয়ের

ছিন্নভিন্ন কণ্ঠহার, হারানো ঘুঙুর

জিপসি রমণী আমাকে চেনালো

সরাইখানার গোপন আয়না

কস্তুরির ঘ্রাণ

খোলের আওয়াজে একদিন ছুটে গেছি

সংক্রান্তির মেলা, মানুষের সঘন উল্লাসে

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,anugolpo-by-amita-mazumder

 

 

 

দেবী

মন্দিরের কাছে গিয়ে দেখি

দেবীর মস্তক ভাঙা, হাতের খড়গ

দূরে পড়ে আছে

জেলেপাড়া থেকে কান্নার আওয়াজ,

কে যেন হঠাৎ কার মুখ চেপে ধরে

তারপর নীরবতা, শেয়ালের পায়ে

শব্দহীন জুতো

মাঝেমধ্যে ঝিঁঝিপোকা ডাকে

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,bangla-kobita-by-krishna-malik/

 

 

পপিফুল

একটি নতুন সুর আদুরে বেড়াল হয়ে

কোলে বসে আছে

পানশালা জুড়ে মাতালের মৃদু পাগলামি

বইয়ের কাহিনী থেকে বিদুষী নায়িকা এসে

বাড়িয়ে দিয়েছে রেশমি রুমাল

কোথাও বেড়াতে যাবো—এই কথা ভেবে

তামাকের মুখে আগুন ধরাই

আবার বিলের ধারে ছিপ দিয়ে মাছ ধরা হবে

গ্রামের মেলায় শ্যামলা মেয়ের পিছে ঘুরে

একদিন তার চোখে দেখে নেবো

কুমারী বিস্ময়

আমি কি চেয়েছি এই ভিনদেশী পপিফুল, বিষে ভরা মাঠ-

যেখানে মৌমাছি দুপুরের রোদে মরে পড়ে থাকে?

দোতারার তার ছিঁড়ে গেছে

কেউ আর গাড়িয়াল নামে ডেকে

আনতে বলে না রঙচঙে ফিতে, আলতা, কাজল

কারা যেন মুছে ফেলে ছবিঘর, আলপনা, নাচের আসর

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,line art,kobi-misbah-jamil-bangla-kobita

 

 

বিউটি সার্কাস

বাইরে যেসব ভাই ঘোরাফেরা করছেন, তাদেরকে বলি,

আমাদের কাউন্টার খোলা। টিকিট জোগাড় করে তাঁবুতে আসুন

এখানে এখন চলে ট্রাপিজের খেলা। ষাট ফুট উঁচু এক দোলনায়

সুন্দরী তরুণী, সঙ্গে আছে পাঁচ বছরের শিশু

এই যে দেখুন, শিশুটি কীভাবে মেয়েটির হাত ধরে

শূন্যে দোল খায়, নিচে পড়লেই সাড়ে সর্বনাশ!

আতঙ্কের সুখ দিতে পারে শুধু আমাদের বিউটি সার্কাস

যেসব বামন অসভ্য কৌতুকে মেতে আছে

ওদেরও তো পেট আছে, কাকু!

সামনে আসন খালি, দেরি করে লাভ নেই

এরপর শুরু হবে গোলকের মাঝখানে বাইক চালনা

ভয়ংকর সিংহ আছে খাঁচায় মজুত!

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,bangla-kobita-kobi-maruf-ahmad

 

 

আধুলি

অচল আধুলি হয়ে আছি। ছুটি শেষ হয়ে আসে,

আর সেই জ্বরের বিরাম নেই

কিছুই ছিল না, তবু কেন হারাই হারাই ভাব?

কেউ বোঝে না বলেই একা। আড়বাঁশি

বাজাতে জানলে কিছু উপশম হতো?

একদিকে অশ্রুমতী রাত, অন্যদিকে

দিনের শেকলে বাঁধা আলাভোলা হরিণশাবক

 

 

 

 

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>