| 24 এপ্রিল 2024
Categories
উৎসব সংখ্যা’২০২১

ইরাবতী উৎসব সংখ্যা কবিতা: অমা । সেবন্তী ঘোষ

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
 
পুষ্প তার কাজ করেছিল,
মৌমাছি ও ভোলেনি গুঞ্জন,
ফলের গাছে পাখি ঠুকরেছিল,
নদীর জল ছুটেছিল আগের মতন,
 শুধু উজ্জ্বল রঙগুলি  ঢেকে দিল উল্লাসে,
সব নিভে গিয়ে নামল
কালো ছাতার মতো অন্ধকার,
বিড়ালের নৈঃশব্দে চলাফেরার নির্দেশ
অমান্য করলেই বাতাস কেঁপে উঠছিল চাবুকে।
পা টিপে টিপে যাওয়া কি সহজ?
পায়জোড় না থাক,
জুতোর হিল খানিক অস্তিত্ব জানাবেই।
গন্ধ খানিক আনমনা করবে বাতাস।
তুমি তো ভাই ছিলে আমার, বাবা, প্রেমিকও,
কীভাবে চুম্বনের ভাষা ভুলে, ছুরি তুলে নিলে?
যখন জানো তোমার মতোই
বশ্যতা স্বীকার করবো না আমিও!
 
 
 
 
 
 
 
 
 
 
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত