| 25 এপ্রিল 2024
Categories
উৎসব সংখ্যা’২০২১

ইরাবতী উৎসব সংখ্যা: শেলী নাজের একগুচ্ছ কবিতা

আনুমানিক পঠনকাল: 2 মিনিট
শান্তিমিশন
 
তোমার জন্যই এই উদ্বাস্তু বিছানা। শিবিরে সাজানো আফিম ও
জেগে থাকা মধুকুম্ভ। গিরিখাতে অজস্র অর্কিড, চুপচাপ, একা
মৌনতার কৌটোয় রেখেছি অপেক্ষার মধু, ক্ষার
দেয়াল রেখেছে খুলে হাওয়ালোভী ঝরোকা
 
আর দেখ, আমার শরীর নৈসর্গিক, তার সেতু ও স্লিপার
ভরে গেছে তিথিহীন চন্দ্রজোয়ারে ও ঘাসফুলে
হৃদয়ের মণীষাও শরীরের অদ্ভুত হাওয়া নিয়ে
ফুলে ফেঁপে উঠেছে রাত্রিতে, যেন সে জাহাজ, ভুলে
ছিল সে ঘুমিয়ে, এখন তমসাছিন্ন যে ঝড় জেগেছে
তারাও তো জানে, পাতার ¯ত’পের নিচে, গুল্ম ও আঙুলে
কত শত অশান্তিদায়িনী ঝর্না, ঘুমুচ্ছে না
মাইন বিছানো অস্থির বিছানায়
 
হে পরম, প্রকান্ড পুরুষ, এবার তোমার শান্তিমিশন সম্পন্ন করো
একাকী, দুর্বৃত্তকবলিত বিছানার জ্বর ও জহর নাও
তোমার প্রবল ক্ষুধা ও থাবায়! অশান্তির অগ্নিকুন্ড যাচ্ছিল যে ভেসে
তাকে ধরো! চারপাশে শান্তিরক্ষীর প্রহরা বসাও!
 
 
 
 
 
 
নোরা
 
পাতায় পাতায় লেগে থাকা বহুমুখি হাওয়ার
নারাকার দাগ, অভিজ্ঞতা, আসা  ও যাওয়া 
সুগন্ধি ও বৃষ্টি, ও রুমাল, মুছে দাও কাতরতা
ঠিকঠাক মতো শুভ্র, দাগহীন ঘরে ফিরে আসি
প্রস্তুত তাসের বাড়ি আর তার একক অতিথি
 
বাড়ি ঢুকলেই অদ্ভুত জেলার গুণে নেবে হাড়
চামড়া, লাবণ্যরাশি।  এখানে বাতাস পরিমিত
এখানে জন্তুর চোখে কাজল পরানো, টানা টানা
এই দেহে কোন দাগ থাকবে না ডাক টিকেটের
মুছে দাও গন্ধ, গান, যদি জানো শল্য চিকিৎসা
তাহলে উচ্চাকাঙ্ক্ষার গাত্রে দাও তুলোর ব্যান্ডেজ
পাহাড়ের বুক চিরে বের করো ঝর্না ও নদীকে
আদিম বিবর থেকে উঠে আসা সন্ধানী জাহাজ
রক্তের নোঙ্গর ছিঁড়ে বের হল দিকচিহ্নহীন
জলে জলে তার দাগ, রক্ত ও ক্ষরণ মুছে দাও
 
আমি শুধু পুতুলের ঘরে অদ্ভুত নিয়রপোড়া
আত্মার সুষমাভস্ম, দাগ আর ভাঁজহীন নোরা !
 
 
 
 
 
 
 
মুঠো
 
 
এইতো বিছানো   মৎস্য মেয়ে      জাদুভরা জালে
ছিপছিপে তনু     গিলেছি বড়শি    চাঁদে ও মৃণালে
 
তিতকুটে রাত   নীলচে প্রণালী   কেটে ঢোকে মধু
শরীর চোঁয়ানো   রক্তে ভাসছে    ভেতরের ধুধু
 
কাঁটাতার বেঁধা   চোখ, তুমি তার   ভূূূলোক ত্রিলোক
ছাই মেখে ধরো   অধরা কুসুম     দ্বিধা ও অসুখ
 
তোমার মুঠোয়   রেখেছি আমার    সব কম্পন
ছুরির ঝিলিকে    ছিটকে বেরোনো  জীবন মরণ
 
জল মরে গেছে     উল্টানো কোশা    দুইশতো ফুটো
কাটাতে দেবে কি   ক্ষীণ এ জীবন    তোমার মুঠোয়!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত