আনুমানিক পঠনকাল: 2 মিনিটপৃথিবীর যাবতীয় অঘটন ঘটিয়ে
আজ তোমার পায়ের কাছে বসে আছি
ভন্ড, তপস্বী, জবুথুবু বিড়াল।
সহস্র ইঁদুর হত্যার অনুশোচনায়
একমাত্র তোমার করুণার হাতই
দূরের নীল হয়ে আছো। সবুজ পাহাড়
অথচ সে সকল বর্ষায় তুমি ভিজে এলে
সে সকল বসন্তে ফুটলে নতুন ফুল
দূরে অন্ধকার হয়ে জেগে আছো
একটি পেঁচা প্রায় রাতে ডাকে তোমাদের বাড়ির জলাঙ্গলায়।
তুমি কেঁপে ওঠো অজানা অশংকায়
সংসারে কোনো অমঙ্গল এলোবুঝি নেমে!
তোমার সংসার অমনি ভরে উঠেছে আকাশের তারারাজির মত
কোথাও কোনো অসুখ অন্ধকার নেই।
তবু তুমি মাঝরাতে ঘুম ভেঙে ভাবো
সেইক্ষণে তুমি একটু একটু ব্যথা পাও
চেনা চেনা মনে হয় পেঁচার কণ্ঠখানি
নিঃসঙ্গতা আমার সই। কালো আর ক্লান্তি মান। তাকে নিয়ে ডেরা গহিন গুহায়-ডিহাং পাহাড়েতে, সেইখানে আমাদের বাস। পাশে মনু নদী বয় সইসই বাতাস নিয়ে। বাতাস কন্যার সখি হয়, তিনি হাহাকার। রাতে আসেন হাতের বালা নিয়ে। দুইসখি প্রেমালাপ সারারাত পাশে আমি জবুুথবু একা একা বই কম্পন আর পিঁচুটি নিয়ে।
দেহের ভেতরশুয়ে থাকি-গহিনপরবাসে এ কঠিন দুঃখদিনে আত্মীয়রা কই? তারা ছিল বাতাস বাসনা বিদ্যুৎরেখা, জলের ওপারে সাড়ে সাত’শ ভাই। আজ আর কেউ নাই, অজীণকুর্তা, স্তিমিত লণ্ঠন আর পঞ্চভাই।
পাশার চালে হেলে দুলে গহিন বনে দ্যাখ বনবাসে যাই।
ট্যাবু দিয়েছেন গুরু, প্রসাদ ভাগ না দিয়ে কেমনে খাই। ভিক্ষা মাগি দ্বারে দ্বারে, দুগ্ধ বাটি উল্টো করে দাও। রমণীরা বেঁধেছে স্তন কাঁচুলিতে, গুরু তোমার ভাগ কোথা পাবো?
এতোদিন লতাপাতা, আকন্দকষ, গাভীদুগ্ধ ফেনা খেয়ে বেঁচেছি। আজ গভীর পরিখায়। চক্ষু দু’টি কই? নাম ধরে ডাকো গুরু, নাম ধরে ডাকো, তোমার রাস্তা যেনো দেখিতে পাই।
কী হবে গো আমার, কে তরাবে পার, লকলকে অগ্নিমালার মাথায় ঝুলবে সুতো এই নাকি পথ, মহিষ পিঠে ফিরবেন মাতা, পুত্র তার আঁচলে কি উপায়ে পাব বলো ঠাই?
গিয়েছিলে চিল্লায় অনুপস্থিতির সকল দায়ভার আমায় দিয়ে। পত্নি তোমার এইকালে রজঃশ্বলা হলো। করিনি ভোগ, রীপু স্বমেহনে ভুলেছি।
এইবেলা শুধু নাম ধরে ডাকো গুরু, অন্ধ আজ পড়ে আছি গভীর পরিখায়।
জন্ম ৮ এপ্রিল, ১৯৭১; আযমত শাহ্ কুটির, মৌলবীবাজার। শিক্ষা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উচ্চতর ডিগ্রি, প্রশিক্ষণ ও পাঠগ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সুকথাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটি, থাইল্যান্ড ও কুইন্স ইউনিভার্সিটি, কানাডা থেকে। পেশা : মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বর্তমানে কাজ করছেন জাতিসংঘ শিশু তহবিলের শিক্ষা পরামর্শক হিশেবেও। প্রকাশিত বই — কাঠ চেরাইয়ের শব্দ [বাংলা একাডেমি, ১৯৯৬; জেব্রাক্রসিং, ২০১৭] দুঃখ ছেপে দিচ্ছে প্রেস [মঙ্গলসন্ধ্যা, ২০০৩] Birds and Dust from the East [Translated by Kamrul Hasan, Satantra, 2009] ডিঠানগুচ্ছ উঠান জুড়ে [শুদ্ধস্বর, ২০১০] ঘোর ও শূন্য জলধিপুরাণ [চৈতন্য, ২০১৭] গদ্য ও গবেষণাগ্রন্থের মধ্যে রয়েছে— কমলকুমার মজুমদারের উপন্যাসের করণকৌশল [বাংলা একাডেমি,২০০৯] কথা কবিতা ও শিক্ষা [ধ্রুবপদ, ২০১০] কমলকুমার চরিতম্ [শুদ্ধস্বর, ২০১০] শিক্ষা পরিভাষা [জেব্রাক্রসিং, ২০১৬] ইত্যাদি। পুরস্কার ও সম্মাননা— মুক্তধারা একুশে সাহিত্য পুরস্কার আব্দুল মান্নান চৌধুরী স্মৃতি পদক সংহতি বিশেষ সম্মাননা ।
Related