Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,puja 2021 bangla kobita suman mallick

ইরাবতী উৎসব সংখ্যা সিরিজ কবিতা: অলাতচক্র । সুমন মল্লিক

Reading Time: < 1 minute
অলাতচক্র – ১
 
অক্ষরের মেঘমালঞ্চে
একদিন আপনার হিংস্রতা
বিদীর্ণ করেছিল সব সুনাম৷
প্যাভেলিয়নে তখন
শুধু অসংযমী ফিসফাস৷
 
বিনা প্রশ্নেই আপনি
উত্তর পেয়ে গেলেন গোপনে৷
অথচ কিছুই আর গোপন রইল না…
 
 
অলাতচক্র – ২
ইচ্ছের গহীনে অন্য ইচ্ছে…
 
বুঝবেন কিনা জানি না,
তবে জেনে রাখুন–
পৃথিবীতে সব নিয়ন্ত্রণ করা যায় না৷
তা করতে গেলে
 
সময় একদিন ঠিক হিসেব বুঝে নেয়৷
 
 
অলাতচক্র – ৩
 
পরনিন্দা, পরচর্চা করেই
কেটে যায় বছর বছর৷
 
অন্যের ঘাড়ে বন্দুক রাখা
এবং চালানো
আপনার বাঁ-হাতের খেল৷
 
আপনার দানেও সূক্ষ্ম অপমান৷
 
দিদিমণি, সৃজনে থাকুন,
সুদিন বড়ই চঞ্চল একটি পাখি
 
 
অলাতচক্র – ৪
 
পদ ও পিপাসার নীচে
আপনার কাঁপা কাঁপা কণ্ঠস্বর
আজও বেজে ওঠে মোবাইলে৷
 
জানি, মানুষের স্মৃতি নদীর পাড়ের মতো৷
তবে জেনে রাখুন স্যার – ওপরওয়ালা
কখনও কিচ্ছু ভোলে না, সব লিখে রাখে৷
 
 
অলাতচক্র – ৫
 
কথার জাল বুনতে বুনতে
ঠোঁট ও আঙুলের মাঝে
খেলা করে মেকি কতকিছু৷
 
গল্প লিখতে লিখতে সম্পাদনার টেবিলে
চলে ‘ডিভাইড অ্যান্ড রুল’-এর নীল নক্সা৷
এভাবে আর কতদিন…?
 
সবকিছুতেই রংটা খুঁজতে বসবেন না৷
নাহলে রংটাই একদিন আপনাকে ডোবাবে৷

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>