Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,puja 2021 bangla kobita swapan nag

ইরাবতী উৎসব সংখ্যা কবিতা: আলাপ-সালাপ । স্বপন নাগ

Reading Time: 2 minutes
১.
 
কাচের দরজা ঠেলতে যাব
এমন সময় ভেতরে বসা লোকটি বলল ‘পুল’
মানে টানুন।
আরেকবার কোথাও টেনে ঢুকতে গেলে
পেছন থেকে একজন বললেন ‘পুশ’
আমি ঠেলে ভেতরে গেলাম।
 
একবার নয়,
এমন ভুল আমার বারবার হয়
না ঠেলে টানি আর না টেনে ঠেলি।
কমবয়সে ভুল করতাম
ম্যাক্সিমাম আর মিনিমামকে নিয়ে,
রাত বারোটার পর এ.এম. না পি. এম.
এই সংকট এখনও …
 
লঘু উপমায় গুরু বার্তাবাহী কবিতা
না গুরু বর্ণনায় লঘু কবিতা, কোনটি ভালো
এতদিনেও বুঝে ওঠা গেল না।
 
লঘু-গুরু বোধ আজও হল না আমার।
 
২.
 
আমি না থাকলে ভগবান ফুস্
তুমি না থাকলে ভগবান হাওয়া
 
এই ‘ফুস্’ আর ‘হাওয়া’ মানে অনস্তিত্বের ইশারা
অর্থাৎ, আমরা না থাকলে ভগবানও গায়েব
 
এখন ভগবানের কথা ভাবলে বড় দুঃখ হয় —
ভগবান কত নির্ভরশীল আমাদের ওপর !
 
৩.
 
পচার নাম পচা কেন কেউ জানে না
 
পচা বেশি দিন স্কুলে যায়নি
ফলে তার কোন সার্টিফিকেট নেই
পচা কখনো কোন খেলায় প্রাইজ পায়নি
সাঁতার শিখেছে সে পাড়ার পুকুরে
সাঁতারেরও কোন শংসাপত্র তার নেই
ছেলেবেলায় কয়েকবার ছবি এঁকেছে
অগ্রণী ক্লাবের বসে আঁকো প্রতিযোগিতায়
কোন সার্টিফিকেট জোটেনি তার
 
এবার ভোটে এক নেতা তার ভাষণে
তাকে ‘তাজা যুবক’ বলায় সে টের পায়
মহল্লার লোকগুলো তাকে মান্যি করছে
 
পচা এখন পাড়ার অপ্রতিরোধ্য নেতা
 
৪.
 
 
কতকিছু চলে গেল
 
শৈশব চলে গেল
কৈশোরের দামাল দিনগুলো চলে গেল
এইভাবে এক এক করে জীবন থেকে
ফুটবল মাঠ, কলেজ ক্যান্টিন,পার্কের বিকেল
হয় চলে গেল অথবা ফিকে হয়ে গেল
 
এতগুলো চলে যাওয়াকে
চিন্তামনিবাবু মেনেই নিয়েছিলেন
কিন্তু সত্যি সত্যি যদি করোনাও চলে যায়
কী হবে, ভেবেই নিঃসঙ্গবোধ করছেন।
 
 
৫.
 
 
ক নেতা খ নেতাকে বলল চোর
খ বলল জোচ্চোর
খ নেতাকে গ নেতা মহাচোর বলায়
খ আর ঘ নেতা মিলে বলল খচ্চর
ঘ আর ক নেতার ঝগড়া রোজকার
তারা দুজনেই গ আর খ নেতা থেকে
বেঁচে থাকার পরামর্শ দিল জনগণকে
 
ক খ গ ঘ সব নেতাই জনগণকে ‘মানুষ’ বলে
বলে মানুষের পাশে থাকার কথা
 
নেতার হাটে মানুষ এখন বড়ই দিশেহারা
বাছছে তাদের,এদের মধ্যে কম জোচ্চোর যারা

0 thoughts on “ইরাবতী উৎসব সংখ্যা কবিতা: আলাপ-সালাপ । স্বপন নাগ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>