| 29 মার্চ 2024
Categories
উৎসব সংখ্যা’২০২১

ইরাবতী উৎসব সংখ্যা কবিতা: পটচিত্র । তন্ময় ভট্টাচার্য

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
 
(১)
কীভাবে রাগ ভাঙাবে
কীভাবেই বা ফেরাবে রং
 
ভাবতে ভাবতে
একটা চটে যাওয়া ছবি
 
চায়ের দোকান ছেড়ে
চলে যাচ্ছে সিঁদুরের দিকে
 
(২)
বারবার ছোঁয়া পেতে পেতে
পুরনো হয়েছে
 
নিত্যপূজা হবে কি হবে না
এই প্রশ্নে
একটা চটে যাওয়া ছবি
 
শাঁখায় ছুঁইয়ে নিল
অনবদ্য আয়ু
 
(৩)
রং ফেরাতে
কারিগরের কাছে যাওয়া প্রয়োজন
 
একটা চটে যাওয়া ছবি
তুলির নিচে শুয়ে
 
ক্ষতিবৃদ্ধি ভুলে গেল
ভুলে গেল, বাড়ি ফিরতে হবে
 
(৪)
সিংহাসনের লোভ
অত সহজে ছাড়া যায় না
 
বিশেষত এই দেবীপক্ষে
যখন সবাই এসে
অভিনন্দন জানাচ্ছে তোমায়
 
একটা ব্যথা-পাওয়া কড়ি
একটা চটে যাওয়া ছবির আড়ালে
 
(৫)
ফুলে উঠতে উঠতে
একটা চটে যাওয়া ছবি
লাল হচ্ছে আরও
 
দোষ পাচ্ছে ঘরের দেওয়াল
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত