Categories
নিজের আসনেই পিছিয়ে রাহুল
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
বৃহস্পতিবার সকাল ৮ তা থেকে শুরু হয়েছে ভোট গণনা। গণনা শুরু হওয়ার সাথে সাথেই তীব্র গতিতে আসছে এক একটি পরিনাম। এই রিপোর্ট লেখা পর্যন্ত আমেঠী থেকে এগিয়ে আছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি , কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী পিছিয়ে। ২০০৪ থেকে এই আসনে জয়লাভ করে আসছেন তিনি। উত্তর প্রদেশের আমেঠীতে তিনি পিছিয়ে থাকলেও কেরলের ওয়ানডে এগিয়ে আছেন তিনি।
উত্তর প্রদেশের লখনৌ থেকে প্রায় ১৩০ কিমি. দূরে অবস্থিত আমেঠী একটি বিরাট নির্বাচন ক্ষেত্র। এটি উত্তর প্রেদেশের একটি বিরাট গ্রামীণ এলাকা। ভারতের লোকসভা নির্বাচনে এই ক্ষেত্রটি একটি বিরাট ভূমিকা পালন করে থাকে। এখানে রাহুলের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। যদিও ২০১৪ সালে তিনি পরাজিত হয়েছিলেন।
.