| 25 এপ্রিল 2024
Categories
গীতরঙ্গ

গীতরঙ্গ: রাজকাহিনী – রাজস্থানের লোকগান । সংগ্রামী লাহিড়ী

আনুমানিক পঠনকাল: 4 মিনিট

সেই যে মেঘের মত তিনটি চুড়ো নিয়ে ত্রিকূট পাহাড়যার একদিকে ঘন অরণ্যআর একদিকে শোলাঙ্কি রাজপুত রাজার বাড়িসেখানেই বেড়ে উঠেছিল বাবামাহারানির্বাসিত রাজপুত রাজকুমার বাপ্পাদিত্য। সেদিন ঝুলন উৎসবরাজপুতানার মানুষের বড় আনন্দের দিন। সবাই গেল রাজবাড়িতে আনন্দ করতেশুধু বাপ্পা গেল না। উদাস মনে আকাশে জমা মেঘের ঘনঘটার দিকে চেয়ে বাঁশিতে সুর তুলল। শোলাঙ্কি রাজকুমারীর কানে গেল সে সুর। চাঁপাগাছে বাঁধা হল দোলনা। রাখালরাজা বাপ্পা আর রাজকুমারী বসলেন সে ঝুলনায়। সখিরা তাদের ঘিরে গান গাইতে লাগল – ‘আজ কী আনন্দআজ কী আনন্দঝুলত ঝুলনে শ্যামর চন্দ!’ সহজিয়া সুরেঘুরে ঘুরে গান আর নাচ। প্রাণের সে কোন গভীর থেকে উঠে আসা আনন্দের বার্তা ছড়িয়ে পড়ল ঝুলনের পূর্ণ চাঁদের আলোয়।

এই দৃশ্যকল্প আর গান বাঙালির বুকের ভেতরে সোনার কৌটোয় তোলা আছে। সৌজন্যে অবন ঠাকুরযিনি ছবি লিখতেন। ‘লিখে’ গেলেন রাজপুতানার লোকসংগীতের এক অপূর্ব মায়াজড়ানো ছবি।

ভারতের পশ্চিমে লোকসংস্কৃতির একটি সুনির্দিষ্ট আকার আছে। তার মধ্যেও রাজপুতানাঅর্থাৎ আজকের রাজস্থান অনন্য। হিমালয়ের প্রশ্রয়পুষ্ট মৌসুমী বৃষ্টির শ্যামলিমা থেকে সে বঞ্চিত। সোনার রঙের বালিতে ঢাকা তার মাটি। ধু ধু মরুপ্রান্তরে একটুকু জলের জন্যেজীবনের জন্যে সংগ্রাম। লড়তে গেলে হাতিয়ার তো চাইপ্রকৃতির সঙ্গে যখন মানুষকে যুদ্ধে নামতে হয়তখন গানের থেকে বড় অস্ত্র আর কীই বা হতে পারেরাজস্থানের লোকসংগীতের ধারাটি অতি প্রাচীন ও সমৃদ্ধ। স্থানকালপাত্র ভেদে বিভিন্ন রূপে তা ফুটে উঠেছে।

মরুভূমিতে তিন শহর – উদয়পুরযোধপুর আর জয়পুর। পাশেই পাকিস্তানের সীমানায় লাগোয়া সিন্ধ প্রদেশ। এ অঞ্চলে মূলত শাস্ত্রীয় সংগীতের সারজল পেয়ে প্রস্ফুটিত হয়েছে লোকগানের লতাটি। তার প্রমাণ পাই অষ্টাদশ শতাব্দীর শিল্পীর তুলিতে। তম্বুরা কোলে রাজস্থানী নারীর স্বর্গীয় সুষমায়। রাজস্থানের জয়পুরআত্রাউলি ঘরানা অতি প্রাচীন। কিংবদন্তী মীরাবাই এই ঘরানারই প্রতীক। হাতের তম্বুরাটি নিয়ে পথে পথে ঘুরে গান বাঁধতেন রাজার রানিকৃষ্ণপ্রেমে রাজপ্রাসাদ ছেড়ে দীনহীন হয়ে নেমে এসেছিলেন মরুভূমির পথে। লোকে পাগল হত তাঁর গানে। প্রাণের দেবতার জন্যে সব ছেড়েছিলেনপ্রিয়জনসংসার – সব। স্বামী পাঠিয়ে দিয়েছিলেন বিষের পেয়ালা। মীরা কিন্তু তাঁর জীবনের সাধনাকে ছাড়েননিলেগেই থেকেছেন। গানই ছিল তাঁর পূজার নৈবেদ্যসুরেই তাঁর প্রিয় দেবতার পায়ে অঞ্জলি। মীরা দাসীতৃণসম পালতচরণকমল রস মাতি।

মীরার ভজনও রাজস্থানের লোকসংগীতের একটি অতি সমৃদ্ধ ধারাযে ধারা মূলত রাগভিত্তিকবহু শতক পেরিয়েও যার চর্চা অব্যাহত।

রাজরানি মীরার থেকে এবার একটু চোখ ফেলা যাক সাধারণ মেয়েদের দিকে। পরনে রংবেরঙের ঘাগরামাথায় কলসিএকের পর এক থাক দিয়ে সাজানো। হেঁটে হেঁটে লম্বা পথ পাড়ি দিয়ে তবে মিলবে একটু জলের দেখা। সেই জল কলসিতে ভরে অদ্ভুত কৌশলে মাথায় বয়ে বাড়ি ফেরা। সারা রাস্তা সঙ্গী হবে গান। মুখে মুখে বাঁধা গানদৈনন্দিন সাধারণ কথা সহজিয়া সুরে হবে অনন্য।

রাজস্থানের লোকসংগীতের এই ধারাটির নাম পানিহারী। কুয়োর জলের সঙ্গে তার অচ্ছেদ্য সম্পর্ক। তাছাড়াও আছে ঘরসংসারের কথা – পুদিনা পাতা দিয়ে রান্না করলে কত সুস্বাদু হয় বা শুখা মাটিতে জিরে মশলাটির চাষ করা কত কঠিন। আর আছে নির্ভীক রাজপুতের বীরগাথা। গানের অন্যতম বিষয়।

রাজপুত বাঁচে তার ঐতিহ্যেতার জাতি ও দেশের গৌরবে। রাজকীয় প্রাসাদ আর কেল্লার বাইরে সোনালি বালিয়াড়ি যেখানে দিগন্তে গিয়ে মিশেছেসেখানে যেন আবছা দেখা যায় একটুকরো সবুজবিভ্রম না সত্যি বোঝা যায় না। হয়তো মরীচিকা। তবু সেই সুদূরের পানে চলতে চলতে রাজপুতানার মানুষ তার প্রিয়তমকে ডাক দিয়ে গেয়ে ওঠে, ‘কেসরিয়া বলমাআও পধার হমারে দেস। প্রিয়এস আমার দেশে। মান্ড‘ রাগে বাঁধা এ গানটি যেন শাশ্বত এক প্রেমিকের চিরকালীন আহ্বান। মরুভূমির বালিতে ছড়ানো কত মধুর প্রেমের উপাখ্যান। ঢোলা আর মারু এমনই এক প্রেমিক জুটি। ঢোলা তার কেসরিয়া অর্থাৎ গেরুয়া বসনধারী প্রেমিককে বড় ভালোবেসে ডাকে তার নিজের দেশে। গেরুয়া রং রাজপুতের ঐতিহ্যের প্রতীক। এ গানও রাজস্থানের ঐতিহ্যের সমার্থকএমনই তার অভিঘাত। কিংবদন্তী গানটি একটু গেয়ে শোনালাম।



সত্যজিৎ রায়ের কিংবদন্তী ছবি সোনার কেল্লার কথা মনে আছে নিশ্চয়ইবলে দিতে হবে না যে এ ছবির মুখ্য চরিত্র রাজস্থান। ছবির ফাঁকে ফাঁকে এসেছে রাজস্থানের লোকগান। মরু অঞ্চলের সুরটি বাঁধা হয়েছে লোকশিল্পীদের গানেদোতারার মত তারের যন্ত্রের ব্যবহারে। গানগুলি গেয়েছিলেন মাঙ্গানিয়ার ও লাঙ্গা সম্প্রদায়ের গায়করা। রাজস্থানের দক্ষিণাঞ্চল থেকে আসেন এই সম্প্রদায়। বংশপরম্পরায় গান বাঁধেন। সোনার কেল্লা ছবিতে গাইবার সময় গায়করা বোঝেনইনিকতদূর ছড়িয়ে পড়তে চলেছে তাঁদের নিজস্ব গান। এখন অবশ্য পৃথিবীর বহু জায়গায় সমাদৃত এঁদের গানের ধারা। ব্রিটেনের রয়াল অ্যালবার্ট হলে বেশ কয়েকবার গান শুনিয়েছেন এঁরা।

আশির দশকে চলচ্চিত্রের মাধ্যমে তুমুল জনপ্রিয় হয় আরেকটি রাজস্থানী লোকগান। সঙ্গে সঙ্গে তার গায়িকাও খ্যাতির চূড়ায় ওঠেন। পরিচালক সুভাষ ঘাই তাঁর হিরো‘ ছবিতে ব্যবহার করেন রেশমার গলায় লম্বি জুদাই। বিচ্ছেদের গান। দয়িতের থেকে দূরে থাকার যন্ত্রনায় আকুল প্রশ্ন – আর কতদিন এই বিরহবিচ্ছিন্ন জীবনবর্ষা এলপ্রিয় এল না। প্রেম ছিল মাত্র কয়েকদিনের। বিচ্ছেদ যেন চিরকালীন।

খুব কৌশলে এ গানে ব্যবহার করা হয়েছে দুই গান্ধার। কোমল গান্ধারের আলতো ছোঁয়া যেন বিরহিনীর দীর্ঘশ্বাস হয়ে হাহাকার করে ফেরে।

গায়িকা রেশমা লোকগানের পরিচিত কন্ঠ। জন্মেছিলেন রাজস্থানের এক ভবঘুরে বানজারা পরিবারে। স্বাধীনতার পর সে পরিবার পাকিস্তানের সিন্ধ প্রদেশে বসবাস করতে থাকেন। ছোট্ট রেশমা গান গেয়ে বেড়াতেন দরগায় দরগায়। সেখানেই তিনি এক সংগীতরসিকের চোখে পড়েন। রেডিও ও নানা আসরের নিয়মিত শিল্পী রেশমার গলায় একাধিক বিখ্যাত লোকগান আছে।

লম্বি জুদাই‘ গানটি চলচ্চিত্রে প্রকাশ পায় উনিশশো তিরাশি সালে। বাকিটা ইতিহাস। বড় প্রিয় এই গানটি গাইলাম নিজের গলায়।



চলচ্চিত্রের কথাই যখন হচ্ছেআরেকটি ছবির কথা উল্লেখ করতেই হবেযা রাজস্থানের লোকাচারকে আশ্রয় করেই দর্শকের মনন ছুঁয়েছে।

মরুভূমির ভিতরে একটি প্রত্যন্ত গ্রাম। গ্রামের জমিদার মৃত্যুর মুখে। কোনো স্বজন নেই তারমরলে কাঁদবে না কেউ। সে কি হতে দেওয়া যায়ডাক পড়ল গ্রামের নামকরা রুদালির। যার কাজই হল কান্নাশোকের কান্না। তফাৎ শুধু এই যে এ কান্না টাকায় বিকোয়। ভিখনি নামের নিচুজাতের মেয়েটির এটাই জীবিকা। মূল্যের বিনিময়ে শোকের গান গেয়ে কাঁদে সে। গ্রামের অনাথ মেয়ে শনিচরীর সঙ্গে থাকতে শুরু করল ভিখনি। শনিচরীর বাবা নেইমা তাকে ছেড়ে গেছে। শতকষ্টেও তার চোখে জল আসে নাধু ধু মরুভূমির মতোই শুকনো তার ভেতরটা। চলচ্চিত্রের শেষে সত্যিকারের শোকে সে বড় কান্না কাঁদে। রুদালি ভিখনি মারা গেছে। বলে গেছে সেই শনিচরীর মা।

রাজস্থানের রুদালি সম্প্রদায়কে নিয়ে লেখা মহাশ্বেতা দেবীর অসামান্য গল্পটি বড় যত্নে চলচ্চিত্রের পর্দায় ধরলেন কল্পনা লাজমি।

গুলজারের কথায়ভূপেন হাজারিকার সুরে একগুচ্ছ গান এ ছবির প্রাণ। রাজস্থানের লোকগান নিয়ে সুরকারের বহুদিনের গবেষণার ফসল। সংগীতের সুরেই যেন দৃশ্যকল্প নির্মাণ হয়ে যায়। মরুভূমিতে বহু বছর পর বৃষ্টি নামে। সে উল্লাস ধরা থাকে রাজস্থানী বাদ্যযন্ত্রের ব্যবহারে। চার তারওলা তারযন্ত্রউটের গলায় ঝোলা ছোট ছোট ঘন্টাভারতীয় ম্যান্ডোলিনতম্বুরার আওয়াজ মিলেমিশে যায়। রুখুশুখু মাটি বৃষ্টিতে ভিজতে থাকেতৃষ্ণার্তের মত শুষে নেয় প্রতিটি জলকণা। দর্শকের শ্রবণও ভিজতে থাকে সংগীতের সুধায়পর্দার ছবির সঙ্গে মিশে গিয়ে তা হয়ে ওঠে সার্থক চলচ্চিত্র।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত