বোহেমিয়ান র‍্যাপসোডি’র জন্য অস্কার পেলেন রামি মালেক

Reading Time: 2 minutes

অনেক জল্পনা কল্পনার অবসান, বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় সন্মাননার আসরে রবিবার জীবনের প্রথম অস্কার জিতল রামি মালেক। বোহেমিয়ান র‍্যাপসোডির সিনেমায় সেরা অভিনেতার জন্য এই সন্মান পেলেন তিনি।

৩৭ বছর বয়সী মালেক এবছর অস্কারের সবচেয়ে বড় দাবীদার ছিলেন। সেই আলোচনা আরো জোড়ালো হয়েছিল এই সপ্তাহে গোল্ডেন গ্লোব স্কীন এ্যাক্টরস গিল্ড এবং ব্রিটিস বাফটা পুরস্কার পাবার পরে। দ্য ফেভারিট সিনেমার জন্য অলিভিয়া কোলম্যান পেলেন সেরা অভিনেত্রী বিভাগে অস্কার। সেরা ছবি ও চিত্রনাট্যর জন্য খেতাব পেয়েছে গ্রীন বুক আর বিদেশি ভাষার সেরা ছবি এবং সেরা পরিচালকের খেতাব পেয়েছেন মেক্সিকোর রোমা এবং আলফোঁসো কুয়েরাঁ।

এক নজরে অস্কার ২০১৯
……………………………………


সেরা ছবি : গ্রিন বুক
সেরা অভিনেত্রী : অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)
সেরা অভিনেতা : রামি মালেক (বোহেমিয়ান র‌্যাপসোডি)
সেরা সহ–অভিনেত্রী : রেজিনা কিং (ইফ বিলে স্ট্রিট ক্লাউড টক)
সেরা সহ–অভিনেতা : মাহেরশালা আলী (গ্রিন বুক)
সেরা পরিচালক : আলফাঁসো কুয়েরাঁ (রোমা)
সেরা চিত্রনাট্য : গ্রিন বুক (নিক ভ্যালিলোঙ্গা, ব্রায়ান কুরি, পিটার ফ্যারেলি)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য : ব্ল্যাকক্ল্যান্সম্যান (চার্লি ওয়াকটেল, ডেভিড র‌্যাবিনোউইটজ, কেভিন উইলমট, স্পাইক লি)
সেরা অ্যানিমেটেড ফিচার ছবি : স্পাইডার–ম্যান : ইনটু দ্য স্পাইডার–ভার্স
সেরা বিদেশি ভাষার ছবি : রোমা–মেক্সিকো
সেরা প্রামাণ্যচিত্র : ফ্রি সলো
সেরা গান : শ্যালো (এ স্টার ইজ বর্ন/লেডি গাগা, মার্ক রনসন, অ্যান্টনি রসোম্যান্ডো, অ্যান্ড্রু ওয়াট)
সেরা সংগীত : ব্ল্যাক প্যান্থার (লুডউইগ গোরেনসন)
সেরা প্রোডাকশন ডিজাইন : ব্ল্যাক প্যান্থার (হ্যানা বিকলার, জ্যে হার্ট)
সেরা পোশাক ডিজাইন : ব্ল্যাক প্যান্থার (রুথ ই কার্টার)
সেরা চিত্রগ্রাহক : রোমা (আলফাঁসো কুয়েরাঁ)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস : ফার্স্ট ম্যান (পল ল্যাম্বার্ট, আয়ান হান্টার, ট্রিস্টান মাইলস, জেডি সোয়াম)
সেরা রূপসজ্জা : ভাইস (গ্রেগ ক্যানম, কেট বিস্কো, প্যাট্রিসিয়া ডিহ্যানি)
সেরা শব্দ সম্পাদনা : বোহেমিয়ান র‌্যাপসোডি (জন ওয়ারহার্স্ট, নিনা হার্টস্টোন)
সেরা সাউন্ড মিক্সিং : বোহেমিয়ান র‌্যাপসোডি (পল ম্যাসি, টিম ক্যাভাজিন, জন কাসালি)
সেরা চলচ্চিত্র সম্পাদনা : বোহেমিয়ান র‌্যাপসোডি (জন অটম্যান)
সেরা অ্যানিমেটেড শর্ট : বাও
সেরা ডকুমেন্টারি শর্ট : পিরিয়ড, এন্ড অব সেনটেন্স
সেরা লাইভ অ্যাকশন শর্ট : স্কিন

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>