| 24 ফেব্রুয়ারি 2025
Categories
উৎসব সংখ্যা ১৪৩১

উৎসব সংখ্যা: সাজ্জাদ সাঈফ’র কবিতা

আনুমানিক পঠনকাল: 2 মিনিট
রাষ্ট্রবিদ্ধ লাশ
 
গুলিবিদ্ধ মৃত্যুর কাছে গিয়ে জিজ্ঞেস করি 
ঝড়ে ও বেঘোরে কৃষাণ পিতার বুক ধুকপুক 
তুমি শান্ত চেয়েছিলে দেখতে হে তরুণ 
হে রাষ্ট্রবিদ্ধ লাশ!
 
আমরা ভেবেছি ফ্যাসিজমে ধস নামাবার ক্রোধ
এই তারুণ্যের নাই, যতখানি টিকটক, যতখানি 
বিবেক-বাঁধাই রাখা পাবজি রয়েছে ঘিরে বিদ্যালয়ে;
আমরা ভুল ছিলাম, আমরা ক্যামেরায় বিরিশিরি আর ইনানি বিচ ধরতে গিয়ে ভুলেই গেছিলাম তারুণ্য আপোষকামী নয়, আগুনে হৃদয় সেঁকে রাজপথে হারিকিরি তারা।
 
যে কোনো মিছিল গেলে স্যালুট করছে বাতাস ;
যে কোনো দেয়াললিখনে নেমে চুমু খাচ্ছে সূর্যদরদ!
যে কারো গুলির সামনে পাতা সত্যাগ্রহ বুক
মৃত্যুকে তুড়িতে উড়িয়ে জানায় লোকদেখানো
শোক নয়, প্রতিশ্রুতি নয়, প্রবঞ্চনা আর তো নয়ই
বাংলাদেশ স্বপ্ন চায়, সত্য চায়, রুহের ভিতর চায়
প্রশান্ত পতাকা ফিরে!
 
 
 
 
 
প্রজাতন্ত্রে আগুন লেগেছে
 
কেন এত রাগ জমা রাখো, রোখ তুলে রাখো জামার বোতামে; মিনজিরি গাছের পাশে এক দফা হাওয়ার হাজিরা নিয়ে এত কি যে লিখে টুকে রাখো বলো তো হৃদয়!
 
এই ঘরদোর, সম্পর্কের ভোর, মিঠাপানি রোদ বুঝি ভালো লাগছে না আজকাল? দরোজায় অচিন শালিক এতখানি চেনা চাহনী কোথায় পেয়েছে জানো?
 
আজন্ম উচ্ছন্নে গিয়ে জমে-ঘেমে থাকা পাথর-পাথর চোখে এত নদী বাঁধ দিয়েছো কিসের আশায়? 
 
কেউ গেছে পাহাড়ের দিকে, সেখানে প্রশান্তি পায়; 
কেউ কেউ সাগর-পাগল, হাত ছুঁলে ঢেউ শোনা যায়;
তুমি আছো আত্মঘাতী সুদূর যাপনে, তুমি বন্দী?
প্রজাতন্ত্রে আগুন লেগেছে, চোখ ফেটে নদী আছড়ায়!
 
 
 
 
খুনীর চোয়াল
 
সাধুপুরুষের করাতকাটা মুণ্ড তুলে ঘাতকেরা উল্লাস করবে যেদিন, ভয়ে ভয়ে হিস্টিরিয়া দেখা দিবে দর্শকের, সারা দেশ হবে বধ্যভূমির খাতা, লেখা হবে মৃতের কবিতা লাল। 
 
যেইভাবে হেলানো দুনিয়া লোরকাকে সাধে বুলেটের ঝিরি; যেই হাতে চুমু খেয়ে হাসে ঘাতক জুডাস, তাহাদের পথ চেয়ে নিজেই খুলে দেয় আকাশ দুয়ার নিজের!
 
গোটা পৃথিবীটা ঝানু সিমারের হাত
হাতে হাতে হোসেনের খুলি, রক্; 
সে-ই থেকে বুকে উৎপাত করে খুনীর চোয়াল!
সে-ই থেকে চতুর এজিদ, ভোল পাল্টিয়ে গায় গণতন্ত্র!
 
সেই গানে ধুয়ে ভেসে যাবে নাকি মানুষের কীর্তি?
 
 
 
 
 
 
error: সর্বসত্ব সংরক্ষিত