শূন্য
আকাশ যদি শূন্যে ঝুলে
শূন্য তবে মাইটি (Mighty)
শূন্যে কেন ভয়ে মরিস
আমার প্রিয় ভাইটি।
একের পরে শূন্য-সাতেই
কোটির হিসাব অঙ্কে
এখন থেকে বুক ফুলিয়ে
দেখবি সকল ঢংকে।
কেউ যদি কয়, তোর মগজে
গোবর এবং শূন্য
তাতেই খোকা হস্ না মোটেও
প্রবল মনোক্ষুণ্ণ।
আকাশ ঝুলে পৃথিবী আর
সৌরজগত-চাঁদও
শূন্য নিয়ে হাসছো যারা
পুটলি কেবল বাঁধো!
শূন্য থেকে মহান কিছু
শূন্য মহাদামি
শূন্য বুকে নিয়েই তবে
গড়ার পথে নামি।
যার লাগে না শূন্য ভালো
শূন্য বাদে থাকো
শূন্য ছাড়া সফলতার
চিত্র কেমন আঁকো?

ছড়াকার