| 10 সেপ্টেম্বর 2024
Categories
প্রযুক্তি ও বিস্ময়

ভারতে আসছে Redmi K20 Pro

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
হাইলাইট
  • ভারতে আসছে Redmi K20 Pro
  • সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন
  • Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 2,499 ইউয়ান থেকে

শিঘ্রই ভারতে আসছে Xiaomi -র 2019  ফ্ল্যাগশিপ স্মার্টফোন Redmi K20 Pro। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াল এই ফোনের ছবি পোস্ট করেছে চিনের কোম্পানিটি। সেখানে এই ফোনকে ‘বিশ্বে দ্রুততম ফোন’ এর আক্ষ্যা দিয়েছে Xiaomi। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Redmi K20 Pro। এই ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM। OnePlus 7 Pro এর মতোই Redmi K20 Pro ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

টিজার প্রকাশিত হলেও ভারতে কবে এই ফোন লঞ্চ হবে তা জানায়নি Xiaomi। সম্প্রতি ভারতে কোম্পানির প্রধান মনু কুমার জৈন জানিয়েছিলেন ছয় সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ হবে Redmi K20 আর Redmi K20 Pro। সেই কথা সত্যি হলে জুলাই মাসের মাঝামাঝি ভারতে এসেছে যাবে বহু প্রতীক্ষিত এই স্মার্টফোন।

Redmi K20 Pro এর দাম
Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 2,499 ইউয়ান (প্রায় 25,200 টাকা) থেকে। একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন। ভারতে এই ফোনের দাম শুরু হতে পারে 26,000 টাকা থেকে।

Redmi K20 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi K20 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10  স্কিন। ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB  স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

 

 

 

 

.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত