ঘুমপাড়ানি গান
চাঁদ মামা চাঁদ মামা ও মামা চাঁদ,
তোমাকে না দেখলে আমার
ঘুম হয়ে যায় বাদ।
চাঁদ মামা চাঁদ মামা ও মামা চাঁদ,
জোছনা দিয়ে বিছিয়েছ
কেমন মায়ার ফাঁদ?
চাঁদ মামা চাঁদ মামা ও মামা চাঁদ,
তোমার কোলে ঘুমোতে যে
মনে বড় সাধ।
চাঁদ মামা চাঁদ মামা ও মামা চাঁদ,
আমার ঘরে আসো তুমি
দাও সরিয়ে ছাদ।
চাঁদ মামা চাঁদ মামা ও মামা চাঁদ,
শুনছ না যে কেন তুমি
আমার আর্তনাদ?
