করোনা-য় বন্দী
বন্দী ঘরে আঁকতে পারো ছবি,
ভোরের আকাশ এবং রাঙা রবি,
জানলা দিয়ে রোদ যে আসে, সবই
পড়তে পারো বিদ্যালয়ের পড়া
কত্ত মজার মন ভুলানো ছড়া
প্রিয় কবি-র নিপুণ হাতে গড়া।
গাইতে পারো মিষ্টি সুরে গান,
বইবে দেখো খুশির কলতান,
ভাসবে মনে আনন্দেরই বান।
নাচতে পারো ইচ্ছেমতো আজ,
সাজতে পারো মনের মতো সাজ,
বন্দী ঘরে নেইতো কোন কাজ।
করতে পারো ঘরেই থেকে রোজ,
তোমার সকল বন্ধুদেরই খোঁজ,
কিন্তু বারণ তখন মহাভোজ।

ছড়াকার