| 27 নভেম্বর 2024
Categories
শিশু-কিশোর কলধ্বনি

মোহর দুপুর ঝরে

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

আসুন রাজা বসুন বসুন
আমার কুটির ঘরে!
পাতায় আঁকা টাপুর-টুপুর ,
মোহর দুপুর ঝরে !

হৃদয় জুড়ে রঙিন পালক ,
খুশির পরাগ নাচে!
বাতাস যেন খবর পাঠায়
আতাই পুরের কাছে !

নাচের সুরে পাতাই পুরের
পলাশ, পারুল,জবা!
কেবল সুখে বাজায় সেতার
পাগল নাচের সভা!

আসুন রাজা বসুন বসুন
আমার কুটির ঘরে!
পাতায় আঁকা  টাপুর-টুপুর ,
মোহর দুপুর ঝরে!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত