মোহর দুপুর ঝরে
আসুন রাজা বসুন বসুন আমার কুটির ঘরে! পাতায় আঁকা টাপুর-টুপুর , মোহর দুপুর ঝরে !
হৃদয় জুড়ে রঙিন পালক , খুশির পরাগ নাচে! বাতাস যেন খবর পাঠায় আতাই পুরের কাছে !
নাচের সুরে পাতাই পুরের পলাশ, পারুল,জবা! কেবল সুখে বাজায় সেতার পাগল নাচের সভা!
আসুন রাজা বসুন বসুন আমার কুটির ঘরে! পাতায় আঁকা টাপুর-টুপুর , মোহর দুপুর ঝরে!