Categories
নানা’র ছড়া
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
ঘুমের মাঝে স্বপ্ন দেখে আহ্লাদিত নানা,
মনের সুখে গলা ছেড়ে গাইতে থাকেন গানা!
টেকো মাথায় চুল হয়েছে নিকষ গহীন কালো,
চশমা ছাড়াই চোখ চক চক জগত ভরা আলো।
নায়ক নায়ক চেহারা আর চামড়া যে টান টান,
হেঁড়ে গলায় ঝড়ছে কেবল মিঠে সুরের গান!
সে গান শুনে উঠলো জেগে মা বাবা আর মামা,
ওরে তোরা কোথায় আছিস, নানার এ গান থামা!
নানা র গানে পালিয়ে গেলো নিশি রাতের ঘুম,
রাত দুপুরে এ গান শুনে পড়লো হাসির ধুম।
হট্টগোলে জেগেই গেলো বুড়ো আমার নানা,
তারপরে কি ঘটতে পারে, সবার আছে জানা!
ছড়াকার