কথাসাহিত্যিক রিজিয়া রহমান না ফেরার দেশে

Reading Time: < 1 minute

বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রিজিয়া রহমান আর নেই।তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন।

আজ শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে রাজধানী ঢাকার  অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে রিজিয়া রহমানের হয়েছিল ৮০ বছর। তিনি ১৯৩৯ সালে কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন। এরপর দেশ ভাগের সময় বাংলাদেশে চলে আসেন।

একুশে পদক ছাড়াও তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য চলতি বছর তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

রিজিয়া রহমানের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- অগ্নিস্বাক্ষরা, ঘর ভাঙা ঘর, উত্তর পুরুষ, রক্তের অক্ষর, বং থেকে বাংলা, অরণ্যের কাছে, শিলায় শিলায় আগুন, অলিখিত উপাখ্যান, ধবল জোৎস্না, সূর্য সবুজ রক্ত, একাল চিরকাল, হে মানব মানবী, হারুন ফেরেনি, উৎসে ফেরা।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>