| 3 অক্টোবর 2024
Categories
কবিতা সাহিত্য

আসক্ত আশ্রয়

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
 
গোপন সংলাপগুলি প্রতিদিন
নিভৃত প্রাণের কোণে স্বরলিপিহীন সুরে বেজে
গূঢ় মগ্নতায়, ক্রমে, মন্ত্রের আকর হয়ে ওঠে।
হয়তো কোথাও, দূরে, বৃষ্টি পড়ে তখন একাকী;
হয়তো বা পড়েও না কোনওদিন, তবু
সমূহ আবহ জুড়ে অনুরক্ত অশ্রুর আর্দ্রতা
জেগে থাকে আশ্বাসের মতো
কোমল আভায় আর বিকীর্ণ বিভায় নিরবধি,
জেগে থাকে অনুভবে,
জেগে থাকে মহাজ্ঞানে,
জেগে থাকে প্রাত্যহিক প্রাণোষ্ণ প্রবাহে।
এই সবই প্রতিদিন নতুন নতুনতর জন্মগ্রহণের
আটপৌরে আসক্ত আশ্রয়।
গোপন সংলাপগুলি মন্ত্রের আকর হয়ে ওঠে─যেন
সম্মতির ইতিহাসে একচ্ছত্র অধিকার আহৃত ইচ্ছার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত