Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

একগুচ্ছ রিমি

Reading Time: 2 minutes

আজ ০৯ ডিসেম্বর কবি, কথাসাহিত্যিক ও সম্পাদক রিমি দে’র শুভ জন্মতিথি।ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা ।


 

মন  

সরলরেখাটি আবছা হয়ে আসছে

দিগন্তরেখা বরাবর অলিগলি

মাথার নীরব

ক্ষীণময় প্রগাঢ়

বিন্দুটি প্রখর হতে হতে

মুখ হা করে বিশ্বরূপ দেখাচ্ছে

কুমীরের আড়াল

রূপ ছড়াচ্ছে  বিশ্বময়

গান

ভুলভুলাইয়া মৃদংগ দোলাচ্ছে

আফগানি ঘ্রাণে উচ্ছল তরঙ্গ

প্রেক্ষাগৃহে

হলুদ গাঁদায় ডানসারির আলো

ছুটে বেড়াচ্ছি

এপার ওপার

প্রাণ

 

এক

গান ধুয়ে গান তুলে নেওয়া হচ্ছে

বিপ্রতীপে অসংখ্য মর্মর

মোচড়ের পৌরাণিক থেকে

খসে পড়ে বিক্ষত সংলাপ

মৃদু নিয়নে নয়ন মেলছি

দুই

ভুলভুলাইয়ার সাথে পুরনো

জলপথ রাখা আছে

কন্ঠনালী জুড়ে বিষহরি প্রলাপ

তুলে একটি জয়গান

শিরোনাম থেকে একে একে খুলে যায়

বাঁধানো নরম ফুলঘাট আর কিলবিল

সেই নীলমাখা

সিংহ

নিকটবর্তী হচ্ছে সিংহ

কৃষক খুলছে ঝরছে
ধানের মেঠো
উগ্র গন্ধের বমি হয়ে ওঠা অসুখ
নিশ্চিহ্ন করে যেভাবে
সেভাবেই তার নিষাদ
গাঢ় ক্রোধের নীলতম

সিংহটি
দু-দিকে রেশম পোড়াচ্ছে
সমস্ত ফাঁকের অণু আর পরমাণু

তৈরি হচ্ছে ঢের ও প্রবলের
       ব্রজ এবং বুলি

বেড়াল

বেড়ালের ফুল নিয়ে কথা হচ্ছিল
আপাতত উদ্ভিদ
পারাপার পেরিয়ে বাতাবি বিলাপ
বিলাস ও মাছের প্রলাপে বিভাজন

বেড়ালের ফল নিয়ে কথা হোক

ছবি 

মিসেস গ্রেগরি এখন কাচের বাক্স
জীবিত
মিসেস গ্রেগরি বেড়ালের অভিনয় করছেন

বেড়ালের বাক্স ভেঙ্গে কাচের টুকরোগুলো
এগিয়ে আসছে

মিসেস গ্রেগরির দিকে
দেবতারা কর্কশ আঁকছেন

সভ্যতা 

পাথরদুটি লড়াই করছে     বিকেল
সিঁড়ি ঘুরিয়ে ঘুরিয়ে উপচে পড়ছে পাহাড়
আমার বন্ধনীর ভিতর

আগুনে জ্বলতে জ্বলতে প্রবেশ করছি

প্রবল পাথর     আহা

গ্রেগরি ও নিম্নাংশ 

বিষয়টি থেকে বেরিয়ে আসার পর আবার
মিসেসের গ্রেগরি হয়ে ওঠার গল্প

আবার সেই মাছের নামে রক্ত পোষা
নদী বেয়ে বেয়ে পাহাড়ু পিপলাই সাহেব
বিষয়ী থেকেও বিষয়ান্তর

আজকাল নিজের স্তবকগুলো

খাদ ও বাঁধ

গল্পের মতো মনে হয়

পায়ের গভীরগুলো খসে খসে
সেই অনাহুত রক্তজবার কাছেই

গদ্যটি নির্ভেজাল দুলে ওঠে ঝর্ঝর
রক্তের নামে মাছকে পুনর্বার দোষারোপ
মুখভরতি বুকভরতি কল্কাছাপের আবাহন
তাকে শুধু বাকল নামের  কাজলপ্রলেপ

এমন একটি আলাপ
গ্রেগরি করে তোলে

কয়েকপা কুয়াশা পেরিয়ে ছড়িয়ে দিলাম
কয়েকটুকরো গ্রেগরি

ও তার মিসেস হয়ে ওঠা গোলাপের ভাণ !

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>