Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

রিঙকু অনিমিখ এর কবিতা

Reading Time: 3 minutes

 

 

নিঃসঙ্গতা

 

গভীর রাতে কোন কোন বাড়ির দরজা খুলে যায়

শুয়ে শুয়ে শুনতে পাই আমি

মনে হয়— কে যেন বাইরে বেরোবে

 

অথচরজা মানে শুধু বাইরে বেরিয়ে যাওয়া নয়

বাইরে থেকে ভেতরে ঢোকাও

এই গভীর রাতে কে কাকে ঢুকতে দেবে ঘরে!

 

নাকি বেরিয়েই যাবে কেউ?

এই অন্ধকারের ঢেউ— পেরিয়ে

চলে যাবে দূরে— ব্যথার সমুদ্দুরে…

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

তোমার মুখটি ম্লান

 

চন্দ্র ভেঙে হয়েছে খানখান

তারই ধুলোয় শাদা মুখটি ম্লান—

ভেসে ওঠে— যেমন দূরের গান

গা ছমছম শিউলী ফুলের ঘ্রাণ

আড়াল ভেঙে চাইছে পরিত্রাণ

 

ভুত দেখিনি তবু কেমন গভীর শিহরণে

শিড়দারাতে গড়িয়ে নামে ভয়—

গড়িয়ে গড়িয়ে নামলো এসে মনে।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

তিরশুল-১

আমলার সঙ্গে তান্ত্রিকতার একটা সম্পর্ক আছে

যেখানে তন্ত্র-মন্ত্রের সাধন হয়, ভজন হয় ক্ষমতার

 

বিকল্প ভাবতে হবে আমাদের

এর কোন বিকল্প নেই

 

‘কোন মন্তব্য নেই’ বলেও

একটি মন্তব্য করে ফেলা যায়

যা সাধারণ মন্তব্যের চেয়েও ক্ষিপ্ত হতে পারে

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

তিরশুল-২

জীবাণু অস্ত্র জীবাণু ধ্বংস করতে পারে না

 

মৃত্যু-জরিপে নির্ভর করে করোনা এসে জানিয়ে গেলো

ঈশ্বর এখন আর ভদ্রপল্লিতে থাকে না

সে তাকে বস্তিতে, পথের ধারে—পলিথিনের ছাদনাতলায়

 

জয়, প্রযুক্তির জয়—

এখানে শর্ত সাপেক্ষে মিনিট বিক্রি হয়

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

শ্বাসকষ্ট

 

ধরো, এরকম হলো—

দীর্ঘশ্বাসের ওপর বিধিনিষেধ আরোপ করলো সরকার

কারণ, তাতে অতিরিক্ত কার্বন-ডাই অক্সাইড নিঃসরিত হয়

তখন কী করবো আমরা?

 

কথারা বাধাপ্রাপ্ত হলে, বিষবাষ্পের মতো

বুক ভেঙে বেড়িয়ে আসে দীর্ঘশ্বাস

বলতে না পারার শ্বাসকষ্ট থেকে বাঁচতে

ওইটুকুই যে আমাদের শেষ ভরসা!

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

ওয়েব সিরিজ

 

আমিও একটা নাটক বানাবো

সবার সামনে ক্যামেরা শানাবো

 

যারা বলছে—গেলো গেলো… এ জঘণ্য শ্লীলতাহানি—

                                          ওয়েবে রাখা নাটকখানি!

তাদের জন্যই বানাবো 

তারা যা জানে না, জানতে চায় না—আওয়াজ তুলে তা জানাবো

 

রাজার যে অনাচার—জনতা ধুন্ধুমার

প্রকাশ্যে দিবালোকে চলছে,

ওয়াজি হিংস্রতা—ইমামী বলাৎকার

ধর্মকে ভীতি করে তুলছে

অশ্লীল এর চেয়েও আছে কি বেশি আর?

 

কালো টাকা শাদা হয়, সততা মূর্ছা যায়

অনাহারে মরে যারা ফসল ফলায়—

এর চেয়ে কী অশ্লীল আছে আর?

 

নাটকের ভেতরে এগুলোই শেখাবো

চোখে আঙুল দিয়ে বার বার দেখাবো

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

সন্ধ্যার অনুভূতি

 

এই অজপাড়া শহরে 

প্রতিদিন 

কালো টাকার মতো সন্ধ্যা নেমে আসে

আমি তার বিষণ্ন ছায়ায় ডুবে যেতে যেতে

জীবনানন্দের দেশে চলে যাই

যেখানে ছোপ ছোপ কালো রক্তের মতো জমাট অন্ধকারে

লক্ষ্মীপেঁচার চোখ থেকে 

ঠিকরে বেরিয়ে আসে এক অদ্ভুত আলো

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>