| 28 মার্চ 2024
Categories
ভাসাবো দোঁহারে

ভাসাবো দোঁহারে: গোলাপ দিনের কবিতা । সৌরভ দত্ত

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
 
(উৎসর্গ: পৃথিবীর সমস্ত প্রেমিক-প্রেমিকাদের)
 
একটা গোলাপ অপেক্ষার অন্য নাম
ক্লান্ত বিহ্বল একাকী দাঁড়ায় আজ
ঝরে পড়া ঝামা রোদে ভাগ্যের পাশফেল
মাঝে মাঝে জীবনের থেমে যাওয়া যেন
এক বালিকার চলন্ত সাইকেল–
 
তবু কোনো বসন্তে উড়ে আসে নীল খাম
লুকিয়ে থাকা রক্তাভ চাঁদে
প্রেমের কবিতা লেখে প্রিয় পুরুষ
মনকেমনের শূন্যতায়…
উথালপাতাল কেউ কি কাঁদে!
 
একটি ফুল ফোটে যার বাগানে
গোলাপকাঁটায় বিদ্ধ ক্রৌঞ্চমিথুন
ব্যর্থতার পলক বড় নিঃস্ব করে
সেই মুহূর্তে কেউ ছেড়ে যায় হাত
“মা নিষাদ” বললে;
দেবী সরস্বতী মিটিমিটি হাসেন সেখানে
 
সকালবেলার গাছ,পাখি গুনি
পথিক চলে যায় আপন মর্জিতে
পথ পড়ে থাকে একা,একা
বেজে ওঠে অশ্রপাতের ধ্বনি
 
ঈশ্বরের ঠোঁটের মতো
গোপনে পুড়ে যায় মন
হাতের শিরায় পরাজয়ের ক্ষত
বন্ধুত্ব সেই লাল পাপড়ি
প্রেম বন্ধু চেনে না–
জানে না আপনজন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত