একটি রাজকীয় রূপকথার গল্প

Reading Time: < 1 minute

 

 

এই কতিপয় রূপকথাদের ভিড়ে

রাজকুমারীর খোঁজ পেয়েছে যারা,

তাদের কথা আমরা সবাই জানি,

জানি তাদের গল্পকবিতারা

 

অপার্থিব সঙ্গ সুখে ভাসে,

আর মেলে দেয় মেঘলা এলো চুল,

পাখনা মেলে আকাশপথে ওড়ে

আদর করে ফোটায় বুনো ফুল

 

কিন্তু যারা খোঁজ পায়নি আজও

রাজন্যাদের কাজললতার গ্লানির,

তাদের কথা কেউ বলেনা কেন!

তাদের খবর আদৌ কি ছাই জানি?

 

হয়তো তারাও রাজন্যাদের খোঁজে

ব্যস্ত থাকে অন্য কোনও পথে,

হয়তো ভাবে আসবে রাজন্যারা

ধবল কোনও ঘোড়ায় টানা রথে

 

মোদ্দা কথা সবাই খোঁজে তাকে

ভিড় তবে প্রমাণ হলো তারই,

যা আসলে ভিক্ষা বলে লোকে

ভিক্ষু তাকে ডেকেছে মাধুকরী

 

ঠিক তেমনই কেউ বা তাকে খোঁজে

রূপকথা বা গল্প কবিতাতে,

কেউ বা কেবল নজর পেতে রাখে

এই শহরের সকল পথে পথে

 

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>