| 18 এপ্রিল 2024
Categories
রান্নাঘর

সবজি কাবাবের রেসিপি

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

একটি মজার জলখাবারের রেসিপি। এটি হলো সবজি কাবাব এর রেসিপি। তাহলে দেখে নিন সবজি কাবাব এর রেসিপিটি।

 

উপকরণ:

কড়াইশুঁটি : ১ কাপ

ফুলকপির ফুল : ৪ টি

ছোটো বাঁধাকপি : অর্ধেক

ছোলার ডাল বাটা : ১ কাপ

ধনেপাতা কুচোনো : ১ টেবিল চামচ

কাঁচালঙ্কা : ৩ টি

আদা বাটা : ১ টেবিল চামচ

লবণ, মিষ্টি – আন্দাজমতো

তেল – ভাজার জন্যে

 

সবজি কাবাব তৈরির প্রণালী:

কড়াইশুঁটি, ধনেপাতা, কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিন।

রাতভর ডাল ভিজিয়ে সকালে জল ঝরিয়ে বেটে নিন।

কড়াইশুঁটি বাটার সঙ্গে মিশিয়ে নিন।

বাঁধাকপি মিহি করে কুচিয়ে নিন এবং ফুলকপি কুরিয়ে নিন।

১ টেবিল চামচ তেল গরম করে কড়াইশুঁটির মিশ্রণটি এবং বাঁধাকপি, ফুলকপি দিয়ে ভেজে নিন।

লবণ, মিষ্টি দিন।

মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিন।

ঠান্ডা হয়ে গেলে কাবাবের আকারে গড়ে ডুবো তেলে ভেজে নিন।

টোম্যাটো অথবা ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন।

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত