| 20 এপ্রিল 2024
Categories
কবিতা সাহিত্য

তমা সিরিজের চারটি কবিতা (পর্ব-২) । সাজ্জাদ সাঈফ

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

৫.[br]

নির্জন হেরেমকক্ষের মতো[br]

শতাব্দী জুড়ে যেনো রয়ে গেছো, ঐতিহ্যে![br]

 

নিথর পিঞ্জরে হাত রেখে[br]

ঠেকিয়ে রেখেছো মরুঝড়, আমাদের[br]

স্বপ্নমধ্যে মাস্তুল উঁচিয়ে ডাকছে বেঘোর[br]

 

তারপর অস্ত যাবার তাড়া[br]

সূর্যকে ঝিঁঝিঁদের নিকটবর্তী করে[br]

আর বুকে গোলাপচূর্ণ জমিয়ে রাখে নতুন প্রেমিক, উড্ডীন কোন‌ও সাঁকো।[br]

 

[br] [br]

৬.[br]

মাথার ভিতর নড়ে টিনের ছাদেরা, মাত্র শহর ডিঙিয়ে আসা হিম শীত জড়ো, তোমাকে ভিড়ের মধ্যে লাগে ভিন্ন ও উঁচু দেখায়, মাথার ভিতর তুমি বনের পরিখা;[br]

যেন ঘুম আসে সোমত্ত নদীর চোখে, ঘাট ছেড়ে উড়ে আসে বিউটিশিয়ান মেঘ, গ্রহবৃত্ত ঘূর্ণি থেকে ছাড়া পেতে চায় আমাদের হলিডে![br]

 


আরো পড়ুন: ফারুক আহমেদের একগুচ্ছ কবিতা


 

৭.[br]

বাগানে ডুবে আছে চৈত্র[br]

যেন অপার জোনাই খেলে হৃদয়ে গোল্লাছুট[br]

যেন চোখের ভিতর আছড়ে পড়ে কাঠগোলাপের চারা[br]

হেলে দুলে আধকাটা চাঁদ ভাওয়াইয়া সুর;[br]

তুমি পরমান্ন, একটু হাসির ছোঁয়া হলে বুকে পাই[br]

স্পর্ধা, যে কথা বলিনি দুজনে কাউকেই কখনো[br]

সে-কথার ধার ঘেঁষে কৃষ্ণচূড়া, অবাধ সাঁতার[br]

আঁকতেছে রোদ![br] [br] [br]

 

৮.[br]

এতো যে উঁচা থেকে আসে, ঘুড়ি নাকি হাওয়াবৃত্ত[br]

সাইকেলে ঝুলে থাকা রোদ স্মৃতিরে দাগায়![br]

তুমি জানো, অগোছালো বাক‍্যের ঘর[br]

বুক করে রাখছে হৃদয়, পাতাসী পোনারা[br]

মাথা উঁচু করে দেয় পানিতে চুমুক![br]

 

তোমাকে স্মরণ হলে চিম্বুক পাহাড়ে সিঁড়ি;[br]

মেঘ থেকে হরিৎ পত্রালি, নেমে আসে বুক বরাবর-[br]

মেঘ মানে গারো রমণীর[br]

বল্লমে গেঁথে যাওয়া পাখি, চিরল জিগির;[br]

ভূমি ও বিসর্গ ধরে, সরু আল ধরে[br]

হেঁটে যায় সমতল, স্মৃতিরে দাগায়![br]

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত