| 29 মার্চ 2024
Categories
কবিতা সাহিত্য

তমা সিরিজের চারটি কবিতা । সাজ্জাদ সাঈফ

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

১.

একটা পানের বরজভর্তি হৃদয় নিয়ে সদয় হয়েছো আমার প্রতি

খোদার জমিনে এই সত্যের পর সব পাত্থুরে নদী, উচাটন পাহাড়ের ঢল আর আগুনপন্থী পথচলারে কেমন সাদাসিধা লাগে আমার, বুঝবা না তুমি।

যেমন জীবন তার ভীতি ও সংক্রান্তি এক করে আমাদেরচোখের সামনে দিয়ে মোরগফুল বর্ণিল, অনেক কথাই বলতে পারি নাই আমি, যেমন অথির শরত, অমরত্বের পয়গাম।

২.

প্রথমে স্মরণ করি ফুল

পুন্ড্রশোভিত নদী আর প্রাচীন তাহার ঘাট

গমের সোনালি শিষ, কাকতাড়ুয়ার গায়ের পলে

আমাদের স্মৃতি যেন গতজন্মের ঝড়, আহত ঘুঘুর ডাক;

কুটি কুটি হয়ে কত কথা মনে

পড়ে আছে তোরে দ্বিতীয়ত আমি

ধারেকাছে চাই!

৩.

এই যে আমি এক অভুক্ত হরিণের ছায়া মাথায় নিয়ে নিয়ে ঘুরি আর ছুঁড়ি শক্ত পাথর যত রাষ্ট্রীয় শঠতার দিকে, তুমি উদ্বিগ্ন!

৪.

ঘাড়েই নিতে হয় বোঝা আর বোকামির দন্ড

এইসব ঝামেলাঅলা বাক্যের আগে পড়ে

ঝরতেছে সংসারী মেঘ, তুমি ক্যান ডাকো আর রাখো আমারেই সব ভাবনার ঘাড়ের ওপর!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত