সেলিম মন্ডলের একগুচ্ছ কবিতা

Reading Time: 2 minutes

 


আজ ৭ জুন কবি,সম্পাদক ও প্রকাশক সেলিম মন্ডলের জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।


বাবা ও অশ্বত্থ গাছ

প্রত্যেকটা দাঁড়িয়ে থাকার মধ্যে একটা গাছ থাকে
অশ্বত্থ গাছ।বাবার মতো…
যা বংশানুক্রমিক জড়িয়ে নেয় বীজ ঢেলে

বাবা চোলাই কাঠের খদ্দের হয়ে
একটু একটু করে কুড়িয়ে নেয় শুকনো ডালপালা

সময় নিজেই ভুলে যায়-গাছ বড় হলে
কীভাবে ভালোবেসে ফেলে একটা আধভাঙা উনুন!

 

 

পাতার শৌখিনতা

পাতার শৌখিনতা নিয়ে বাড়ি বানাব

আমার ঘর হবে

শিকড় ছড়ানো উঠোনে সিদ্ধধান

ছায়ার সঙ্গে মতবিরোধ ভুলে হেলে যাবে আয়ুর উপর

দোলনা নয়, কাণ্ডের ঝুরি থেকে প্রেম তুলে

নদীর মতো দুলে ওঠা

শ্বসন ও শোষণ- দুইয়ের উপর জন্ম দেবে ক্লোরফিল

ঠিক যেন শ্যাওলাজন্ম

মায়ের দু’চোখে সাঁতরাবে না আর কোনো বুনোহাঁস

 

 

মিছিমিছি কান্না

মাছেদের যৌনতায় জলের বিরাট ভূমিকা আছে
জল জানে, তুমি কি জানো?

কানকোর গর্ভেই কেটে যায় ইতিউতি
সাঁতার, অদ্ভুত এক সাঁতার
ডুবিয়ে দিতে পারে জেনে— আমাদের মিছেমিছি কান্না
তরল, আরো তরল!

 

 

 

ইউনিফর্ম

সাদা ইউনিফর্ম পরে একদিন সকলকে বেরোতে হবে

কোনো মাস্টারমশাই আর বেত হাতে নিয়ে বলবে না-

‘হোমওয়ার্ক করেছ?’

শুধু আতরের গন্ধ আর মিথ্যে দু’এক ফোঁটা কান্না

লেফট-রাইট, রাইট-লেফট করতে করতে ডুবে যাবে

স্কুল থেকে অনেকটা দূরে- অভিসন্ধির ভিতর

 

 

সংখ্যাতত্ত্ব

এবার একান্নতম প্রেমিক হিসেবে নাম লেখাব

তেপান্নদিন পর নিরুদ্দেশের বিজ্ঞাপনে

সাদাকালোয় দেখে নেব—

নিজের অভূতপূর্ব মুখ

মুখের ভিতর ফেলে আসা দশ আঙুলের ছায়া

বড়জোর মানুষ মানুষকে মনে রাখে সাড়ে তিন সপ্তাহ

এরপর সব আত্মীয়তা শবের সাধনা পর্যন্ত

কান্নার টলমলে জলে, প্রতিমার মতো দোলে সম্পর্ক

বাড়ি ঘর, ঘর বাড়ি পর্ণমোচী উদ্ভিদ

নিয়ম মেনে খসে পড়বে, পড়বেই অভিকর্ষের দিকে

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>