সমীক্ষায় বাংলাদেশের নারী

Reading Time: < 1 minute

বাংলাদেশের নারীদের নিয়ে যেসব সংস্থা নিয়মিত কাজ করে। তাদের নানা তথ্য থেকে উঠে এসেছে এমন এক চিত্র যা দেখলে মনে প্রশ্ন জাগে কোন পথে কোথায় চলছে বাংলাদেশ। বাংলাদেশের নারীরা কবে পাবে যথার্থ অধিকার ও তার প্রাপ্য সন্মান? এক নজরে দেখা যাক বাংলাদেশে নারী নির্যাতনের কিছু তথ্যঃ

•শহরের ৫০ শতাংশ পুরুষ মনে করেন, পরিবার রক্ষা করতে নারীদের নির্যাতন সহ্য করা উচিত।
(সূত্র: বাংলাদেশে জেন্ডার এবং নারীর প্রতি সহিংসতা সম্পর্কে পুরুষের মনোভাব ও চর্চা শীর্ষক গবেষণা, আইসিডিডিআরবি)

• শহরের ৭৭ ও গ্রামের ৮১ শতাংশ পুরুষ বিশ্বাস করেন, যৌনতা বা এ-সংশ্লিষ্ট বিষয়গুলোতে অধিকার শুধু পুরুষের। (সূত্র: বাংলাদেশে জেন্ডার এবং নারীর প্রতি সহিংসতা সম্পর্কে পুরুষের মনোভাব ও চর্চা শীর্ষক গবেষণা, আইসিডিডিআরবি)।

• বিবাহিত নারীর ৮৭ শতাংশই স্বামীর মাধ্যমে কোনো না কোনো সময়ে, কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন (ভিএডবি্লউ) সার্ভে ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস।

• শহরের ৪৭.৫ শতাংশ নারী গণপরিবহন, রাস্তা বা উন্মুক্ত জনবহুল এলাকায় চলাফেরার ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভোগেন।
(সূত্র: নিরাপদ নগরী নির্ভয় নারী শীর্ষক গবেষণা, অ্যাকশনএইড।

• চলাচলের জায়গায় ৮৫ শতাংশ নারী মর্যাদাহানিকর উক্তির শিকার হয়েছেন এবং ৪৬ শতাংশ নারী অশ্লীল কথা শুনেছেন।
(সূত্র: নিরাপদ নগরী নির্ভয় নারী শীর্ষক গবেষণা, অ্যাকশনএইড)

• গার্মেন্ট কারখানায় কাজ করতে গিয়ে ৩০ শতাংশ নারী শ্রমিক নিরাপত্তাহীনতায় ভুগছেন।
(গার্মেন্ট কারখানায় নারী শ্রমিকদের কর্মপরিবেশ শীর্ষক গবেষণা, বাংলাদেশ মহিলা পরিষদ)।

• দেশে ১ কোটি ৬৮ লাখ নারী কৃষি, শিল্প ও সেবা—এই তিন খাতে কাজ করছেন। (বিবিএস)।

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>